অ্যাকসেসিবিলিটি লিংক

জলবায়ু পরিবর্তনের প্রভাব অস্বীকারকারীদের সমালোচনা করলেন কেরি


যুক্তরাষ্ট্রের নব নির্বার্চিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, জলবায়ু পরিবর্তন বিষয়ক ঐতিহাসিক চুক্তি থেকে বেরিয়ে আসার কথা বলায় যারা উদ্বিগ্ন , পররাষ্ট্র মন্ত্রী জন কেরি তাদেরকে সে সম্পর্কে আশ্বস্ত করার চেষ্টা করেছেন।

জাতিসংঘের জলবায়ু সংক্রান্ত COP22 সম্মেলনে কেরি বলেন , নব নির্বাচিত প্রেসিডেন্ট ঠিক কি নীতি গ্রহণ করবেন , সেটা নিয়ে এখানে আমি আঁচ অনুমান করতে চাই না । তিনি বলেন তিনি তাঁর অভিজ্ঞতায় মনে করেন যে কোন কোন বিষয় নির্বাচনী প্রচার অভিযানে যেমনটি দেখা যায় , বাস্তবে দায়িত্ব গ্রহণের পর তেমনটি মনে না ও হতে পারে।

কেরি বলেন প্রথমত জলবায়ু পরিবর্তনের বিষয়টি দলীয় কোন বিষয় নয়। কেরির ভাষণে জাতিসংঘের প্রতিনিধি, বিভিন্ন দেশের কর্মকর্তা , যুক্তরাষ্ট্রের কংগেস কমিটির সদস্যবৃন্দ এবং পরিবেশবিদদের বক্তব্যেরই প্রতিধ্বণি পাওয়া যায়।

পঁচিশ হাজার প্রতিনিধির উপস্থিতিতে মরক্কোতে অনুষ্ঠিত COP22 ‘র এই সম্মেলনে কেরি বক্তব্য রাখছিলেন ।

.

XS
SM
MD
LG