অ্যাকসেসিবিলিটি লিংক

আঞ্চলিক নৌসীমার অধিকার নিয়ে যুক্তরাষ্ট্র-চীন আলোচনা


চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই , বেইজিং সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী জন কেরীকে বলেছেন যে চীনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখন্ডতা সুরক্ষার জন্যে দেশটির সঙ্কল্প ইস্পাতকঠিন।

এই দু জন পররাষ্ট্র মন্ত্রী আলোচনার পর বেইজিং এ এক সংবাদ সম্মেলনে এই বক্তব্য রাখা হয়। তাঁরা বানিজ্য , উত্তর কোরিয়ার পারমানবিক কর্মসূচী এবং দক্ষিণ চীন সাগরের বিবাদিত এলাকায় ক্রমবর্ধমান উত্তেজনার কথা বলেন।

কেরী বলেন যে দক্ষিণ চীন সাগরে ভূমি পুনর্দাবীর ব্যাপারে চীনের তড়িগড়ির ব্যাপারে আমরা উদ্বিগ্ন। তিনি বিতর্কিত জলসীমার ব্যাপারে চীনকে অতি দ্রুত আসিয়ানের সঙ্গে আলাপ আলোচনা করেছেন ।

যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ-পূর্ব এশীয়ান এসোসিয়েশান বা আসিয়ান এর অধিকাংশ সদস্যরাষ্ট্রই বেইজিং এর কর্মকান্ড সম্পর্কে সন্দেহ পোষণ করছে যারা কিনা ছোট ছোট দ্বীপে নিজেদের মালিকানা দাবি করছে।

XS
SM
MD
LG