যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরী, মিশরের প্রেসিডেন্ট ফাতাহ আল সিসি’র সঙ্গে আলোচনার জন্য অঘোষিত সফরে মিশরে গেছেন।
মিশরে প্রেসিডেন্ট নির্বাচনের পর, নতুন মিশরীয় নেতার সঙ্গে সর্বোচ্চ পর্যায়ের বৈঠকের জন্য কেরী রবিবার কায়রো পৌছন।
কেরী প্রথমে আলোচনা করেন পররাষ্ট্রমন্ত্রী সামে শুকরীর সঙ্গে। কেরী বলেন “মিশরে এখন উত্তরণের একটা সন্ধিক্ষণ।” তিনি প্রতিশ্রুতি দেন যে নতুন সরকারের সঙ্গে “ঘনিষ্ট ভাবে কাজ করতে যুক্তরাষ্ট্র খুবই আগ্রহী।”
কেরী বলেন " মিশরে পট পরিবর্তনের এটা একটা গুরুত্বপূর্ণ সময় এবং অনেক চ্যালেঞ্জ রয়েছে। যুক্তরাষ্ট্র খুবই আগ্রহী প্রেসিডেন্ট আল সিসি ও তার মন্ত্রী পরিষদের সঙ্গে ঘনিষ্ট ভাবে কাজ করতে যাতে উত্তরণ ঘটে সুষ্ঠু ভাবে এবং দ্রুত।
মতবিরোধিতার বিরুদ্ধে দমন অভিযানের বিষয়ে যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করে।
মিশরে প্রেসিডেন্ট নির্বাচনের পর, নতুন মিশরীয় নেতার সঙ্গে সর্বোচ্চ পর্যায়ের বৈঠকের জন্য কেরী রবিবার কায়রো পৌছন।
কেরী প্রথমে আলোচনা করেন পররাষ্ট্রমন্ত্রী সামে শুকরীর সঙ্গে। কেরী বলেন “মিশরে এখন উত্তরণের একটা সন্ধিক্ষণ।” তিনি প্রতিশ্রুতি দেন যে নতুন সরকারের সঙ্গে “ঘনিষ্ট ভাবে কাজ করতে যুক্তরাষ্ট্র খুবই আগ্রহী।”
কেরী বলেন " মিশরে পট পরিবর্তনের এটা একটা গুরুত্বপূর্ণ সময় এবং অনেক চ্যালেঞ্জ রয়েছে। যুক্তরাষ্ট্র খুবই আগ্রহী প্রেসিডেন্ট আল সিসি ও তার মন্ত্রী পরিষদের সঙ্গে ঘনিষ্ট ভাবে কাজ করতে যাতে উত্তরণ ঘটে সুষ্ঠু ভাবে এবং দ্রুত।
মতবিরোধিতার বিরুদ্ধে দমন অভিযানের বিষয়ে যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করে।