অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও উপসাগরীয় সহযোগিতা পরিষদের পররাষ্ট্রমন্ত্রীরা ইরান পারমানবিক চুক্তি নিয়ে আলোচনা করেন


U.S. Secretary of State John Kerry speaks during a news conference following a meeting with foreign ministers of the Gulf Cooperation Council (GCC) in Doha, Qatar Aug. 3, 2015.
U.S. Secretary of State John Kerry speaks during a news conference following a meeting with foreign ministers of the Gulf Cooperation Council (GCC) in Doha, Qatar Aug. 3, 2015.

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরী বলেছেন উপসাগরীয় সহযোগিতা পরিষদের পররাষ্ট্রমন্ত্রীরা এবিষয়ে একমত হয়েছেন যে ইরান পারমানবিক চুক্তি পূর্ণ ভাবে কার্যকর হলে সেটি ওই অঞ্চলের নিরাপত্তায় অবদান রাখবে।

কাতারের দোহায় উপসাগরীয় সহযোগিতা পরিষদের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে কেরী ওই মন্তব্য করেন। পররাষ্ট্রমন্ত্রীরা ইরান পারমানবিক চুক্তি এবং অন্যান্য বিষয়ে নিয়ে আলোচনা করেন।

কেরী বলেন দু পক্ষ working group প্রতিষ্ঠার বিষয়ে একমত হয়। ওই working group বিভিন্ন বিষয়ে সহযোগিতার মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তা প্রসারের চেষ্টা করবে। ওই সব ইস্যুর মধ্যে অন্তর্ভুক্ত গোপন তথ্য ভাগাভাগি করা, বিশেষ বাহিনীর প্রশিক্ষন এবং সমুদ্রে নিরাপত্তা।

XS
SM
MD
LG