অ্যাকসেসিবিলিটি লিংক

জাকার্তায় জলবায়ু বিষয়ে বক্তব্য রাখবেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী কেরি


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী তাঁর এশিয়া সফরের শেষ পর্যায়ে এখন ইন্দোনেশিয়ায় রয়েছেন। চীন সফরের পর আজই কেরি জাকার্তায় এসে পৌছান এবং এখানেই তার জলবায়ু বিষয়ে বক্তব্য রাখার কথা।

পররাষ্ট্র মন্ত্রী এর আগে বেইজিং এ প্রেসিডেন্ট ঝি জিন পিং এর সঙ্গে বিশ্বব্যাপী উষ্ণায়ন, মানবাধিকার এবং পুর্ব চীন সাগরে চীনের প্রতিরক্ষা অঞ্চল গড়ে তোলা বিষয়ে আলোচনা করেছেন। ঐ অঞ্চলে এমন কিছু দ্বীপ ও রয়েছে যাকে জাপান নিজের অংশ বলে দাবি করে। যুক্তরাষ্ট্র মনে করে যে এটি হচ্ছে এশিয়ায় আধিপত্য বিস্তারের চীনা চেষ্টা।

কেরি বলেন যে তিনি বেইজিংকে আঞ্চলিক বিবাদে সংঘাতপূর্ণ ভুমিকা গ্রহণ না করতে বলেছেন। চীনের পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ই বলেন চীন শান্তিপূর্ণ নিস্পত্তিকেই অগ্রাধিকার দেয় তবে নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় বিচলিত হবে না।

মি ঝি’র সঙ্গে বৈঠকের পর বলেন যে উত্তর কোরিয়াকে পারমানবিক বিষয়ে আলোচনায় ফিরিয়ে আনার ব্যাপারে চীনের প্রতিশ্রুতিতে তিনি আনন্দিত।
XS
SM
MD
LG