অ্যাকসেসিবিলিটি লিংক

কিউবায় পুনরায় আমেরিকান দূতাবাসে পতাকা উড়ল



যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরী কিউবায় যুক্তরাষ্ট্রর দূতাবাস পুনরায় উদ্বোধন করলেন । শুক্রবার রাজধানী হাভানায় আমেরিকার পতাকার প্রতি অভিবাদন জানিয়ে পুনরায় পতাকা উড়ানো হল। আর এর মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে আমেরিকা এবং তার প্রতিবেশী দ্বীপ রাষ্ট্রের মধ্যেকার ৫৪ বছরের শীতল সম্পর্কের অবসান ঘটল। কিউবা হচ্ছে ফ্লোরিডা রাজ্যের দক্ষিনাঞ্চলবর্তী একটি দ্বীপ রাষ্ট্র।

জন কেরী বললেন, এ এক স্মরণীয় ঘটনা । এটা এমন একটি দিন যখন আমরা পুরানো সব বাধা অতিক্রম করব এবং নতুন সব সম্ভাবনার দার উন্মোচন করব।

জন কেরী বললেন, ১৯৪৫ সালের পর যুক্তরাষ্ট্রের কোন পররাষ্ট্রমন্ত্রীর প্রথম কিউবা সফর। হাভানায় দূতাবাসে আমার মনে হচ্ছে আমি যেন নিজের দেশেই আছি। কিউবার রাজধানীতে দুই দেশের সরকারী কর্মকর্তা এবং বিশাল জনতার উদ্দেশে ভাষণ দেন। ঐ অনুষ্ঠানে দুই দেশের জাতীয় সংগীত বাজানো হয়।

XS
SM
MD
LG