ইস্রায়েল এবং ফিলিস্থিনের মধ্যে থেমে থাকা শান্তি আলোচনা পুনরায় শুরু হতে চলেছে বলেই মনে হচ্ছে। দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে যে মত পার্থক্য ছিল তার একটা নিষ্পত্তি হবে এমনই আশা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী জন কেরী রামাল্লায় ফিলিস্থিনী প্রসিডেন্ট মাহমুদ অব্বাসের সংগে নতুন করে আরক দফার আলোচনা শেষ করে শুক্রবার জর্ডানের আম্মাএ ফিরে আসার পর এই ঘোষণা দিলেন।
তিনি বলেন, “আমরা একটি মতৈক্যে পৌঁছিয়েছি যার ভিত্তিতে ইস্রায়েল এবং ফিলিস্থিনের মধ্যে সরাসর আলোচনা শুরু করার সর্বশেষ পর্যায়ের কাজ শেষ হয়েছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই পদক্ষেপকে স্বাগত জানাই।”
কেরী জর্ডানে শুক্রবার দিনের প্রথম ভাগে ফিলিস্থিনী প্রধাণ আলোচক সায়েব ইরেকাতের সংগে সাক্ষাত করেন এবং এরপরে তাঁর ওয়াশিংটনে ফিরে আসার কথা ছিল।
ইস্রাইল এবং ফিলিস্থিন তাদের মধ্যকার দূরত্ব কমিয়ে এনেছে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের এই মন্তব্যের প্রেক্ষাপটে তিনি তার সফর সীমা আরো বাড়ালেন।