অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ায় অস্ত্র বিরতির জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সৌদী আরবের সমর্থন চাইছে


Mideast Saudi U.S. Kerry
Mideast Saudi U.S. Kerry

এ সপ্তাহে পরে, আঞ্চলিক সঙ্কট নিরসনের লক্ষ্যে আলোচনা অনুষ্ঠানের আগে, সিরিয়ার সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে অস্ত্র বিরতি চুক্তি জোরদারের জন্য রবিবার, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরী সৌদী আরবের সমর্থন চেয়েছে।

সিরিয়ায় নড়বড়ে অস্ত্রবিরতির জন্য সমর্থন সংগ্রহের লক্ষ্যে, কেরী, সৌদী বাসশা সালমানের সঙ্গে সাক্ষাৎ করেন। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন ঘটানোর জন্য যে বিদ্রোহীরা লড়ছে তাদের সমর্থকদের মধ্যে সৌদী আরব অন্যতম।

সরকারি সৌদী সংবাদ সংস্থা প্রকাশিত খবরে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক, এবং সৌদী আরবের পররাষ্ট্রমন্ত্রী আব্দেল আল জুবের, সিরিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

XS
SM
MD
LG