অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র ও রাশিয়া একযোগে কিছু একটা করা দরকার: জন কেরী


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরী ফ্রান্সের ট্রাক হামলার ঘটনার নিন্দা জানিয়ে বিশ্বব্যাপী; বিশেষ করে সিরিয়ায় সন্ত্রাস নিরসনে কঠোর পদক্ষেপ নেয়ার আহবান জানিয়েছেন। শুক্রবার মস্কোয় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভ্রভের সঙ্গে বৈঠকে তিনি এ আহবান জানান।

সিরিয়ায় রাশিয়ার সন্ত্রাস বিরোধী অভিযানে সহায়তা বিষয়ক আলোচনায় ফ্রান্সের ভয়াবহ হামলার কথা তুলে ধরে জন কেরী বলেন যুক্তরাষ্ট্র ও রাশিয়া একযোগে কাজ করার জন্যে এখন উপযুক্ত অবস্থানে, কিছু একটা করা দরকার।

এর আগে জন কেরী রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সারিয়ার সংঘাত নিরসন বিষয়ে আলোচনা করেন।

XS
SM
MD
LG