যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী জন কেরী শুক্রবার ভিয়েতনামের হো-চি মিন বিশ্ববিদ্যালয়ে এক সমাবেশে বলেছেন, যুক্তরাষ্ট্র প্রশাসনে খুব শীঘ্রই যে পরিবর্তন হতে যাচ্ছে তাতে দুই দেশের মধ্যকার সম্পর্কে কোন পরিবর্তন হবে না।
কেরী বলেন "দুটি দেশ একই ধরনের মূল্যবোধে বিশ্বাসী এবং সেটা নেতৃত্ব বদলে পরিবর্তন হতে পারে না। তিনি আরও বলেন আমাদের বন্ধুত্ব একক ভাবে কোন ব্যক্তি অথবা ব্যক্তিবর্গের ওপরে কিম্বা একজন প্রেসিডেন্ট অথবা অন্য আরেক জন প্রেসিডেন্ট বা কোন দলের ওপরে নির্ভর করে হয় নি। আমাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠেছে অত্যন্ত ঘনিষ্ঠ স্বার্থের ওপরে যা আমরা একে অপরের সংগে ভাগাভাগি করে নেই।"
শনিবার কেরী ভিয়েতনামের মেকিং অববাহিকা সফর করবেন। ভিয়েতনাম যুদ্ধের সময় কেরী সেখানে যুদ্ধ করেছেন। ভিয়েতনাম সফর শেষে কেরি মধ্যপ্রাচ্য শান্তি আলোচনার জন্য প্যারিস এবং পরে লন্ডনে যাবেন।