যুক্তরাষ্ট্রের হাজার হাজার আদিবাসী জনগণ শনিবার ওয়াশিংটন ডিসিতে keystone পাইপলাইন এবং ডাকোটা অয়েল পাইপ লাইনস নির্মাণের প্রেসিডেন্ট ট্রাম্পের যে সিদ্ধান্ত তার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন I প্রতিকূল আবহাওয়া বা শীতের তীব্রতা তাদের প্রতিবাদকে দমাতে পারেনি I
একজন প্রতিবাদকারীর ভাষায় "আমরা আমাদের ঘর-বাড়ির ওপর দিয়ে পাইপ লাইন নির্মাণের বিরোধিতা করছি ; এই পাইপ লাইন আমাদের পানি দূষিত করবে, আমাদের জমি, আমাদের জল আমরা বাঁচাতে চাই, কারণ আমাদের ভাষায় "MENI WACHANI " যার অর্থ, পানি ই জীবন"I