অ্যাকসেসিবিলিটি লিংক

খালেদা জিয়ার প্যারোলে মুক্তির ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা বিএনপির


২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে বাংলাদেশের রাজনীতিতে নতুন ঘটনাবলী ঘটছে।

এরই অংশ হিসেবে খালেদা জিয়ার প্যারোলে মুক্তির ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মন্ত্রী ওবায়দুল কাদেরকে টেলিফোন করেছেন বলে শুক্রবার এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের জানিয়েছেন।

ওবায়দুল কাদের বলেন, আনুষ্ঠানিকভাবে আবেদন করলে প্যারোলে মুক্তির শর্তাবলী পূরণ হবে কিনা তা পর্যালোচনা করা হবে।
তবে টেলিফোন করার বিষয়ে বিএনপির পক্ষ থেকে কোন মন্তব্য করা হয়নি। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে বলেছেন খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে সরকার নানা ষড়যন্ত্র ও মিথ্যাচার করছে।

ঢাকা সংবাদদাতা আমীর খসরুর প্রতিবেদন।


XS
SM
MD
LG