তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তায়েফ এরদোয়ান বলেছেন কোবানি শহরকে আইসিল যোদ্ধাদের হাত থেকে রক্ষা করার জন্য সিরীয় কুর্দি এবং মুক্ত সিরীয় সামরিক যোদ্ধারা একত্রিত হচ্ছে I প্রেসিডেন্ট এরদোয়ান সিরীয় বিদ্রোহীদের তার দেশ হয়ে লড়াইয়ে অংশ নিতে অনুমতি দিয়েছেন I শুক্রবার প্রেসিডেন্ট এরদোয়ান বলেন ১৩০০ মধ্যপন্থী সিরীয় যোদ্ধাদের সীমান্ত শহর কোবানিতে প্রবেশের অনুমতি দেয়া হবে I