কলকাতা বইমেলা এবারে জুলাই মাসে হবে বলে আয়োজক সংস্থা বুকসেলার্স অ্যান্ড পাবলিশার্স গিল্ড আজ বিজ্ঞপ্তি জারি করেছে। প্রতিবছর জানুয়ারি মাসের শেষদিক থেকে ফেব্রুয়ারি মাসের গোড়া পর্যন্ত কলকাতায় বইমেলা হয়ে আসছে। এবারেই নিয়ম ভঙ্গ হলো করোনা পরিস্থিতির জন্য। এ বার ২৭শে জানুয়ারি থেকে ৭ই ফেব্রুয়ারি বইমেলা হওয়ার কথা ছিল। কিন্তু করোনা সংক্রমণের কারণে বইমেলা অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়। বলা হয়েছিল, পরিস্থিতি স্বাভাবিক হলে এবং মেলা করার মতো অবস্থা হলে বইমেলা হবে।
আজ গিল্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা সংক্রমণ অনেকটাই কমেছে, তাই পিছিয়ে যাওয়া বইমেলা আগামী জুলাই মাসে অনুষ্ঠিত হবে। এই বিজ্ঞপ্তিতে পয়লা মার্চ থেকে বইমেলায় স্টল নেওয়ার জন্য যোগাযোগ করতেও বলা হয়েছে। যদিও ঠিক কোন দিন মেলা শুরু হবে, এখনও বলা হয়নি। এ বছর বঙ্গবন্ধু মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ তম বার্ষিকী। তাই এ বছর আমন্ত্রিত দেশ বা থিম কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। আর এই বইমেলাকে বঙ্গবন্ধু শেখ মুজিবের নামে উৎসর্গ করা হচ্ছে। একই সঙ্গে বইমেলায় সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকী এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো পঁচিশ তম জন্মবার্ষিকীও পালিত হবে।