অ্যাকসেসিবিলিটি লিংক

দক্ষিণ কলকাতায় অন্তত ১,১০০ মানুষ ডায়েরিয়ায় আক্রান্ত


India
India

অতীতে গ্রীষ্মের সময় কলকাতায় ব্যাপক কলেরা দেখা দিত।অর্ধ শতাব্দী আগেকার সেই কলকাতায় জল সরবরাহের সমস্যা থেকেই তা ঘটত। এই ২০১৮ সালের কলকাতায় জলের অভাব নেই। কিন্তু ভূগর্ভের কোনও অজানা জায়গায় যদি জলের পাইপ ফুটো হয়ে জল বিষিয়ে যায়? সম্ভবত তেমনটিই ঘটেছে আর তার পরিণামে ইতিমধ্যেই দক্ষিণ শহরতলীর অন্তত ১,১০০ মানুষ ডায়েরিয়ায় আক্রান্ত। কলকাতা পুরসভার মেয়র শোভন চট্টোপাধ্যায় এ সত্বেও পুরসভার জলকে নিরাপদ দাবি করে দোষ দেন আবহাওয়ার বদলকে। কিন্তু সরকারি স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী সে কথা উড়িয়ে দিয়ে বলেন, জল থেকেই ব্যাপক হারে ডায়েরিয়া হওয়া সম্ভব।পুরসভার মেয়র পারিষদ (স্বাস্থ্য), অতীন ঘোষের দাবি, মাটির নিচে কোথায় পাইপ ফুটো হয়ে জল বিষোচ্ছে, বলা শক্ত। আতঙ্কিত মানুষ জল কিনছেন। সুযোগ বুঝে তারও দাম বাড়াচ্ছে ব্যবসায়ীরা। পরিস্থিতি শুধু উদ্বেগের নয়, অনিশ্চিতও।
কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট।

please wait

No media source currently available

0:00 0:00:57 0:00

XS
SM
MD
LG