অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে নগদ অর্থে নয় বেতন চেকেই হবে 


নরেন্দ্র মোদী সরকার বুধবার কেন্দ্রীয় মন্ত্রীসভার এক বিশেষ বৈঠকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন। স্থির হয়েছে, কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের আর নগদে বেতন দেওয়া হবে না। তাঁরা বেতন পাবেন হয় চেকে নয়তো তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইলেকট্রনিক পদ্ধতিতে জমা হবে বেতনের টাকা।

নরেন্দ্র মোদি সরকারের লক্ষ্য যে নগদ হীন অর্থনীতি, এই সিদ্ধান্ত তা রূপায়ণেই এক পদক্ষেপ। সারা ভারতে কেন্দ্রীয় কর্মচারীর সংখ্যা কম-বেশি ৫০ লক্ষ। কিন্তু সমস্যা হল, এঁদের মধ্যে যাঁদের বাড়ি দূর গ্রামে, তাঁদের অনেকেরই বাড়ির ১০ কিলোমিটার চৌহদ্দিতেও কোনও ব্যাঙ্ক নেই। অনেকের অ্যাকাউন্ট থাকলেও বিশেষ ব্যাঙ্ক লেনদেনে অভ্যস্ত হয়ে ওঠেন নি।

XS
SM
MD
LG