অ্যাকসেসিবিলিটি লিংক

 অশান্ত কাশ্মীর: মৃতের সংখ্যা প্রায় ৮০


কাশ্মীর প্রায় তিন মাস ধরে অশান্ত, নিরাপত্তা বাহিনীর সঙ্গে মৃতের সংখ্যা প্রায় ৮০ জন। বিক্ষোভকারীদের সামনের সারিতে দাঁড়িয়ে পুলিশকে তাক করে পাথর ছুঁড়ছে যে তরুণ সম্প্রদায়, তারাই আবার বিপুল সংখ্যায় দরখাস্ত করেছে ওখানকার পুলিশ বাহিনীতে স্পেশাল পুলিশ অফিসার হিসেবে চাকরি পেতে।

দরখাস্তের সংখ্যা প্রায় ২৭ হাজার, পদ রয়েছে ১০ হাজার। প্রশাসনের ব্যাখ্যা, চাকরি-বাকরির সুযোগ না পাওয়ার হতাশা থেকেই অধিকাংশ তরুণ পথে নেমেছে। কিন্তু সামনে চাকরির সুযোগ দেখেই তারাই আবার দরখাস্ত করেছে। এই ভাবে বিদ্রোহী তরুণদের পুলিশে নিয়োগ করে শান্ত করবার কৌশল কাজে লাগিয়ে অতীতে পাঞ্জাবে বিদ্রোহ দমন করা গিয়েছিল, পশ্চিমবঙ্গের জঙ্গল মহলেও মাওবাদী দমনে এই কৌশল কাজে দিয়েছে। কাশ্মীরে নতুন পুলিশদের জন্য বেতন তেমন বেশি নয়, ঢুকলে পাঁচ হাজার টাকা, তিন বছর পরে বেড়ে হবে ছয় হাজার টাকা।

please wait
Embed

No media source currently available

0:00 0:00:56 0:00

XS
SM
MD
LG