দিল্লী বিধান সভার নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল। ৭০টি আসনে নির্বাচন হবে।
এ সম্পর্কে কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন প্রতিবেদক গৌতম গুপ্ত।
তৃণমূল কংগ্রেসের রাজ্য সভার সাংসদ সিনজয় বসু ইসতফা দিলেন। তৃনমূল কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ থেকেও ইস্তফা দেন তিনি। পরমাশীষ ঘোষ রায় জাচ্ছেন বিস্তারিত।
কলকাতায় ওয়াইফাই পরিবেসবার সূচনা করলেন মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যপাধ্যায়। পরমাশীষ ঘোষ রায় জানাচ্ছেন কলকাতা থেকে।