অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র ও মিত্র জোট কোরীয় উপদ্বীপে মহড়া চালায়


This handout photo taken Sept. 18, 2017 and provided by the South Korean Defense Ministry in Seoul shows U.S. and South Korean fighter jets flying over South Korea during a joint military drill aimed to counter North Korea’s latest nuclear and missile tes
This handout photo taken Sept. 18, 2017 and provided by the South Korean Defense Ministry in Seoul shows U.S. and South Korean fighter jets flying over South Korea during a joint military drill aimed to counter North Korea’s latest nuclear and missile tes

উত্তর কোরিয়ার সর্ব সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জবাবে যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার প্রায় এক ডজন জঙ্গী বিমান তাজা অস্ত্র সহ, কোরীয় উপদ্বীপের উপর দিয়ে যায়। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী থেকে বলা হচ্ছে শক্তি প্রদর্শনের লক্ষ্যে এই মহড়া চালানো হয়।

পেন্টাগন থেকে বলা হয় জঙ্গী বিমান বহর, দক্ষিন কোরিয়ায় একটি প্রশিক্ষণ কেন্দ্রে, তাজা অস্ত্র দিয়ে, তাদের আক্রমণের সামর্থ্যের অনুশিলন করে। জাপানের কিউশুর কাছে, আকাশে তাদের সঙ্গে যোগ দেয় চারটি জাপানী এফ টু জঙ্গী জেট।

যুক্তরাষ্ট্রের প্যাসিফিক কম্যান্ড, রবিবারের মহড়ার কথা ঘোষণা করার সময় বলেছে, তারা ভারত, এশীয়া প্রশান্ত মহাসাগরীয় এলাকায় যে কোন হুমকি হলে, এক মুহুর্তের নোটিসে তারা জবাব দেওয়ার জন্য প্রস্তুত।

XS
SM
MD
LG