অ্যাকসেসিবিলিটি লিংক

দক্ষিণ করিয়া বলেছে উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর এক উর্ধতন কর্মকর্তা স্বপক্ষ ত্যাগ করেছেন


Map of Koreas showing Nampo and East Sea (Sea of Japan)
Map of Koreas showing Nampo and East Sea (Sea of Japan)

দক্ষিণ করিয়া বলেছে উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর এক উচ্চ পদস্থ কর্মকর্তা গত বছর, স্বপক্ষ ত্যাগ করে দক্ষিণ কোরিয়ায় যোগ দিয়েছেন।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা ও একীকরণ মন্ত্রনালয় সোমবার ওই ঘোষণা করে।

একীকরণ মন্ত্রণালয়ের মুখপাত্র Jeong Joon-hee সোমবার সাংবাদিকদের বলেন স্বপক্ষ ত্যাগ করাটা – উত্তর কোরিয়ার সমস্যার একটা লক্ষণ।

একীকরণ মন্ত্রণালয় প্রতিদ্বন্দ্বী দুই কোরিয়ার মধ্যে সম্পর্ক বিষয়ক কাজ গুলো দেখাশুনা করে। যিনি স্বপক্ষ ত্যাগ করেন, সেই কর্মকর্তার পরিচয় প্রকাশ করা হয়নি। তবে তিনি একজন কর্নেল এবং উত্তর কোরিয়ার প্রাথমিক নিরীক্ষণ জেনারেল ব্যুরোতে কাজ করতেন।

তিনি হচ্ছেন উত্তর করিয়া থেকে সব চাইতে উচ্চ পদস্থ কোন কর্মকর্তা যিনি স্বপক্ষ ত্যাগ করলেন।

XS
SM
MD
LG