অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তর কোরিয়া যৌথ উদ্যোগে পরিচালিত ফ্যাক্টরির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে



উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার যৌথ উদ্যোগে পরিচালিত ফ্যাক্টরিতে দুই দেশের কর্মকর্তাদের সেখানে প্রবেশের ওপরে যে নিষেধাজ্ঞা আরোপ করা হয় তা উত্তর কোরিয়া প্রত্যাহার করে নিয়েছে।


এই সপ্তাহের গোড়ার দিকে উত্তর কোরিয়ার সীমান্ত সংলগ্ন কেসং শিল্প কারখানার কমপ্লেক্সের ওপরে নিষেধাজ্ঞা জারি করা হলে কর্মকর্তারা সেখানে যাওয়া থেকে বিরত থাকেন।


মংগলবার পিয়ংইয়াং কোন কারণ না দেখিয়েই ঐ নিষেধাজ্ঞা জারি করে। ওদিকে সোলের কর্মকর্তারা জানিয়েছেন, কোন রকম ব্যাখ্যা ছাড়াই উত্তর কোরিয়া শুক্রবার নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।

ঐ শিল্প পার্কে দক্ষিণ কোরিয়ার ১২০টি কারখানা অবস্থিত এবং উত্তর কোরিয়ার ৫৩ হাজার কর্মী সেখানে কাজ করেন। উত্তর ও দক্ষিণের মধ্যে যে সামান্য কিছু ক্ষেত্রে অর্থনৈতিক সহযোতা বহাল রয়েছে তার একটি হচ্ছে এই শিল্প কমপ্লেক্স। ২০০৪ সালে এই শিল্প পার্কটি প্রতিষ্ঠিত হয়।

XS
SM
MD
LG