আজ কুর্দি যোদ্ধারা তুরস্কের সীমান্ত কাছে সিরীয়ার কুর্দি শহর কোবানীকে রক্ষার জন্যে আপ্রাণ লড়াই করে যাচ্ছেন।
ইসলামিক স্টেট জঙ্গিদের হাতে শহরটির পতন ঘটতে পারে।
একজন শীর্ষ কুর্দি কর্মকর্তা দ্য এসোসিয়েটেড প্রেসকে বলেন যে সংঘর্ষ চলছে মূলত শহরের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে। তিনি বলেন পরিস্থিতি ভয়ঙ্কর এবং তিনি সাহায্যের জন্যে আবেদন জানান।
ব্রিটিশ ভিত্তিক সিরিয়ার অবজারভেটারী ফর হিউমান রাইটস গতকালই জানায় যে ইসলামিক স্টেটের যোদ্ধারা শহরটির প্রায় ৪০ শতাংশ নিয়ন্ত্রণ করছে।
যুক্তরাষেট্রর সামরিক বাহিনী কোবানীতে ইসলামিক স্টেট জঙ্গিদের লক্ষস্থলের উপর বিমান অভিযান অব্যাহত রেখেছে তবে এটা পরিস্কার নয় যে এর ফলে ঐ শহরের দিকে জঙ্গিদের অগ্রসর হওয়া থমকে গেছে কী না।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বলেছে যে তারা সিরিয়ায় আজ শনিবার ও ইসলামিক স্টেটের জঙ্গিদের লক্ষ্য করে বিমান অভিযান চালিয়েছে এবং যুক্তরাষ্ট্র ও জোট বাহিনী ইরাকে তাদের ঘাটির ওপর হামলা চালিয়েছে। যুক্তরাস্ট্রের বাহিনী ইরাকী সৈন্যদের বিমানের মাধ্যমে সাহায্য করছে।