কুয়েতের নতুন যুবরাজ শেখ মেশাল আল-আহমেদ আল-সাবাহ বৃহস্পতিবার সংসদে শপথ গ্রহণ করেন। তিনি গণতন্ত্র ও শান্তির প্রতি উপসাগরীয় আরব রাষ্ট্রের অঙ্গীকার এবং কুয়েতিদের বিভাজন থেকে বিরত থাকার আহ্বান জানান। গত সপ্তাহে আমীর শেখ সাবাহ আল-আহমেদের মৃত্যুর পর ক্ষমতাসীন পরিবারের প্রাচীনতম পদমর্যাদার মধ্যে ক্ষমতা দৃঢ়ভাবে বজায় রাখার জন্য সংসদ সর্বসম্মতিক্রমে আশীঊর্ধ্ব শেখ মেশালকে সমর্থন করে। নতুন শাসক আমীর শেখ নাওয়াফ আল-আহমেদ গত বুধবার যুক্তরাষ্ট্রের মিত্র ওপেক সদস্য রাষ্ট্রের ক্ষমতা গ্রহণ করেন। সংসদে বক্তব্য রাখতে গিয়ে শেখ মেশাল বলেন, কুয়েত তার আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রতিশ্রুতি এবং "শান্তি ও গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গির পথ" বজায় রাখবে। কূটনীতিবিদ এবং বিশ্লেষকরা বলছেন যে শেখ নাওয়াফের ভিন্ন জীবন যাত্রা ও বয়সের কারণে দায়িত্বের বড় একটি অংশ শেখ মেশালকে দেবেন যিনি ২০০৪ সাল থেকে ন্যাশনাল গার্ডের উপপ্রধান ছিলেন এবং এর আগে ১৩ বছর ধরে রাষ্ট্রীয় নিরাপত্তার নেতৃত্ব দিয়েছেন।