অ্যাকসেসিবিলিটি লিংক

কুয়েতিদের বিভাজন থেকে বিরত থাকার আহ্বান নতুন যুবরাজের


কুয়েতের নতুন যুবরাজ শেখ মেশাল আল-আহমেদ আল-সাবাহ
কুয়েতের নতুন যুবরাজ শেখ মেশাল আল-আহমেদ আল-সাবাহ

কুয়েতের নতুন যুবরাজ শেখ মেশাল আল-আহমেদ আল-সাবাহ বৃহস্পতিবার সংসদে শপথ গ্রহণ করেন। তিনি গণতন্ত্র ও শান্তির প্রতি উপসাগরীয় আরব রাষ্ট্রের অঙ্গীকার এবং কুয়েতিদের বিভাজন থেকে বিরত থাকার আহ্বান জানান। গত সপ্তাহে আমীর শেখ সাবাহ আল-আহমেদের মৃত্যুর পর ক্ষমতাসীন পরিবারের প্রাচীনতম পদমর্যাদার মধ্যে ক্ষমতা দৃঢ়ভাবে বজায় রাখার জন্য সংসদ সর্বসম্মতিক্রমে আশীঊর্ধ্ব শেখ মেশালকে সমর্থন করে। নতুন শাসক আমীর শেখ নাওয়াফ আল-আহমেদ গত বুধবার যুক্তরাষ্ট্রের মিত্র ওপেক সদস্য রাষ্ট্রের ক্ষমতা গ্রহণ করেন। সংসদে বক্তব্য রাখতে গিয়ে শেখ মেশাল বলেন, কুয়েত তার আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রতিশ্রুতি এবং "শান্তি ও গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গির পথ" বজায় রাখবে। কূটনীতিবিদ এবং বিশ্লেষকরা বলছেন যে শেখ নাওয়াফের ভিন্ন জীবন যাত্রা ও বয়সের কারণে দায়িত্বের বড় একটি অংশ শেখ মেশালকে দেবেন যিনি ২০০৪ সাল থেকে ন্যাশনাল গার্ডের উপপ্রধান ছিলেন এবং এর আগে ১৩ বছর ধরে রাষ্ট্রীয় নিরাপত্তার নেতৃত্ব দিয়েছেন।

XS
SM
MD
LG