অ্যাকসেসিবিলিটি লিংক

মাতৃভাষার গুরুত্বের কথা মুখে যতটা বলা হয়, কাজে তেমন প্রতিফলন দেখা যায় না - আসাদুজ্জামান নূর


Asaduzzaman Noor
Asaduzzaman Noor

বাংলাদেশে মাতৃভাষার চর্চার বিষয়ে কিছুটা আত্মসমালোচনার সুরেই কথা বললেন বাংলাদেশের সংষ্কৃতি বিষয়ক মন্ত্রী, জননন্দিত অভিনেতা, আবৃত্তিকার আসাদুজ্জামান নূর। তিনি বললেন, বাংলাদেশে মাতৃভাষার গুরুত্বের কথা মুখে যতটা বলা হয়, কাজে কিন্তু তেমন প্রতিফলন দেখা যায় না। তাঁর মতে দেশে যতটা সংষ্কৃতি চর্চা হওয়া উচিৎ, ততটা হচ্ছে না। তার দায় নিতে হবে অভিভাবক, শিক্ষক, সমাজপতি, রাজনীতিক সবাইকেই। তরুণ প্রজন্মকে যে দিক নির্দেশনা দেয়া জরুরি, তাও গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে না। আবৃত্তিকার আসাদুজ্জামান নূর মহান একুশে উপলক্ষ্যে পড়ে শোনালেন তারিক সুজাতের লেখা ‘জন্মের আগেই আমি মৃত্যুকে করেছি আলিঙ্গন’ নামের অনবদ্য একটি কবিতা। সেই কবিতায় উঠে এসেছে গুলশান হত্যাকাণ্ডে নিহত এক অন্তঃসত্বা ইতালীয় মহিলার ভ্রুণের আকুতি, যে পৃথিবীর আলো দেখার আগেই খুন হয়ে গেল।

আসাদুজ্জামান নূরের সাক্ষাৎকারটি নিয়েছেন ভয়েস অফ অ্যামেরিকার সাংবাদিক আহসানুল হক।

please wait
Embed

No media source currently available

0:00 0:07:12 0:00

XS
SM
MD
LG