অ্যাকসেসিবিলিটি লিংক

দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তা


গত কয়েক দশকে দক্ষিণ এশিয়ার দেশেগুলোতে বহিরাগত সন্ত্রাসীদের হামলা বা স্থানীয় সন্ত্রাসীদের আক্রমণে অথবা নৈতিক অবক্ষয়ের নৃশংস ঘটনার কথা আমরা জেনেছি। ঐ সব দেশের মানুষ প্রায়ই নিরাপত্তা হীনতায় ভুগছে আর তারই সূত্রধরে আমাদের শ্রোতাদের প্রশ্ন জিজ্ঞাসা আর বিশেষজ্ঞদের আলোচনা। আজ আমাদের অনুষ্ঠানে দু’জন বিশেষ অতিথি ছিলেন। আমেরিকার ফ্লোরিডা রাজ্য থেকে যোগ দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ডা: জিল্লুর রহমান খান, তিনি হুয়িসকন্সিন বিশ্ববিদ্যালয়ে রোজবুশ প্রফেসার এম্যারিটারস এবং বর্তমানে ফ্লোরিডার রোলিন্স কলেজের এডজাংক্ট প্রফেসার। ওদিকে, কলকাতা থেকে যোগ দিয়েছেন দি হিন্দু পত্রিকার সাবেক উত্তর-পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান বরুণ দাসগুপ্ত। বর্তমানে তিনি ফ্রিলান্স সাংবাদিক।

সেই সংগে শ্রোতারা যারা এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বিস্তারিত অনুষ্ঠান শুনতে অডিওতে চাপ দিন।

please wait
Embed

No media source currently available

0:00 0:45:10 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG