অ্যাকসেসিবিলিটি লিংক

Talk 2 US: ৩৪ তম পর্ব


ইংরেজি ভাষা শেখার এই অনুষ্ঠানে আমরা প্রাথমিক পর্যায়ের ভাষা শিক্ষার দিকে আলোকপাত করছি যেখানে মূলত Parts of Speech‘এর কিছু বৈশিষ্ট তুলে ধরা হচ্ছে । এই অনুষ্ঠানে বিশেষণ বা adjective এর তূলনার উপর আলোকপপাত করা হচ্ছে।

আনিস : ইংরেজি শেখার এই সাপ্তাহিক আয়োজন Talk2US‘এ আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি,আমি আনিস আহমেদ আর আমার সঙ্গে রয়েছে শতরূপা বড়ুয়া:
শতরূপা: শুভেচ্ছা , স্বাগতম আমার তরফ থেকেও ।
আনিস : মনে আছে নিশ্চয়ই গত সপ্তায় আমরা Comparative Adjective নিয়ে কথা বলেছিলাম , কথা বলেছিলাম Comparative Adjective তৈরির কিছু নিয়ম সম্পর্কেও ।
শতরূপা : হ্যাঁ , আপনি বলেছিলেন যে er কিংবা r যোগ করে Comparative Adjective বানানো যায়।
আনিস : আরেকটু বুঝিয়ে বলবে, শতরূপা ?
শতরূপা : হ্যাঁ, নিশ্চয়ই। সাধারণ ভাবে Adjective এর সঙ্গে er যোগ করে Comparative Adjective বানানো যায়। যেমন Bright- Brighter, Cheap-Cheaper, Tall-Taller, long-longer , Fast-Faster ইত্যাদি।

আনিস : আর শুধু r যোগ করে Comparative Adjective কখন বানানো যায়?
শতরূপা : যে সব Adjective এর শেষে e আছে , সেই সব ক্ষেত্রে শুধু r যোগ করলেই চলে । যেমন , White-Whiter, Cute-Cuter, Wide-Wider, Nice-Nicer ইত্যাদি।

আনিস : হ্যাঁ , একদম ঠিক বলেছো । তবে Adjective তো শুধু আর e দিয়ে শেষ হয় না , অন্য ভাবে ও শেষ হয় ।
শতরূপা: যেমন ?
আনিস : যেমন অনেক Adjective শেষ হয় Y অক্ষর দিয়ে , উদাহরণ হিসেবে বলা যেতে পারে busy কিংবা easy . এ গুলোর comparative form কি ভাবে তৈরি করা হবে ?
শতরূপা : আমার তো মনে হয় busy কিংবা easy ‘র comparative form তৈরি করাটাও খুব easy , যেমন busy-busier, easy-easier
আনিস : হ্যাঁ ঠিকই বলেছো শতরূপা। উচ্চারণের দিক দিয়ে আগের Adjective গুলোর মতোই। কিন্তু বানানের দিক দিয়ে ?
শতরূপা : ( চিন্তা করে) ....... সেটাতো ঠিক বুঝতে পারছিনা।
আনিস : লক্ষ্য করো busy কিংবা easy এ রকম সব adjective এর শেষ অক্ষর হচ্ছে Y . আর নিয়ম হচ্ছে যে সব adjective এর শেষ অক্ষর Y, হয় সেগুলোর comparative form তৈরি করার সময়ে Y এর পরিবর্তে ier যোগ করা হয়। তা হলে busier, easier এ গুলোর বানান কি হবে ?
শতরূপা : busier বানান হবে , B-u-s-i-e-r আর easier বানান হবে e-a-s-i-e-r .
আনিস : একদম ঠিক বলেছো । এবার আমি এ ধরণের কয়েকটি adjective বলছি , তুমি এর comparative form তৈরি করো , এবং একটি বাক্য ও তৈরি করো। প্রথম শব্দটি Cloudy
শতরূপা : Cloudier: The sky is cloudier today than it was yesterday .
আনিস : Happy
শতরূপা : Happier: They looked happier after the marriage.
আনিস : একদম ঠিক হয়েছে। Noisy
শতরূপা : The playground is nosier than the library .
আনিস : চমৎকার যুৎসই বাক্য বলেছো। এ রকম আরও অনেক উদাহরণ দেওয়া যেতে পারে। আচ্ছা এবার একটু অন্য রকমের পরীক্ষা ।
শতরূপা : এখন পরীক্ষা ?
আনিস : আসলে আমরা Adjective এর comparative form সম্পর্কে এ পর্যন্ত যা শিখলাম , তাকে সামনে রেখেই আমি একটা অসম্পুর্ণ বাক্য বলবো তুমি সেখানে প্রাসঙ্গিক Comparative Adjective দিয়ে বাক্যটি অর্থবহ ভাবে সম্পন্ন করবে ।
শতরূপা : আচ্ছা ।
আনিস : It was noisy last night , but now it is ……………. ?
শতরূপা : It was noisy last night , but now it is quieter.
আনিস : বাঃ , পরের বাক্যটি The last problem was difficult. This one is ….
শতরূপা : The last problem was difficult. This one is easier.
আনিস : এবারের বাক্যটি , The streets are ………………. during the day than at night.
শতরূপা : এটা কি এ রকম হবে , The streets are busier during the day than at night.
আনিস : হ্যাঁ ঠিক হয়েছে । তবে শতরূপা , আরও একটি যুৎসই শব্দের কথা ভাবো তো ?
শতরূপা : Narrow ?
আনিস : একদম ঠিক বলেছো । তা হলে পুরো বাক্যটা কি হবে ?
শতরূপা : The village roads are narrower than the city streets.
আনিস : এবার তা হলে এই অনুষ্ঠান থেকে ওঠার সময় হয়ে এলো।
শতরূপা :হ্যাঁ, তার আগে জানিয়ে রাখি যে Talk2US এর ভিডিও সংস্করণও আপনারা দেখতে পাবেন আমাদের ওয়েব সাইটে । আমাদের ওয়েব সাইট ঠিকানা হচ্ছে www.voabangla.com
আনিস: তা হলে Talk2US ‘এর এই সঙ্কলন থেকে ওঠার আগে
শতরূপা : আমি , শতরূপা বড়ুয়া
আনিস : এবং আনিস আহমেদ আপনাদের জন্যে রেখে যাচ্ছি অনেক অনেক শুভকামনা।

please wait

No media source currently available

0:00 0:04:17 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG