অ্যাকসেসিবিলিটি লিংক

ইংরেজি শেখার অনুষ্ঠান : টক টু আস : প্রথম পর্ব


ইংরেজি ভাষা শেখার এই নতুন অনুষ্ঠানে আমরা প্রাথমিক পর্যায়ের ভাষা শিক্ষার দিকে আলোকপাত করছি যেখানে মূলত Parts of Speech কিছু বৈশিষ্ট তুলে ধরা হচ্ছে । এই প্রথম অনুষ্ঠানে বিশেষ্যের বহুবচন এবং একবচন করার নিয়মগুলির উপর আলোকপাত করা হয়েছে।
আনিস : ইংরেজি শেখার নিয়মিত অনুষ্ঠানের নতুন একটি আয়োজন Talk 2 Us ‘এ আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম , আর আমার সঙ্গে রয়েছে শতরূপা বড়ুয়া:
শতরূপা: শুভেচ্ছা , স্বাগতম আমার তরফ থেকেও ।
আনিস : যেমনটি বলেছিলাম গত সপ্তায় যে আমরা ইংরেজি শেখার অনুষ্ঠানে একটি নতুন ধারাবাহিক আজ থেকে শুরু করবো , সেই অনুযায়ী আমাদের এই Talk 2 Us অনুষ্ঠানটি ।
শতরূপা : এই নতুন ধারাবাহিক আয়োজনে আমরা তা হলে ঠিক কি শিখবো?
আনিস : যেমনটি গত সপ্তায় বলেছিলাম যে আমাদের এই নতুন ধারাবাহিক অনুষ্ঠানের লক্ষ্য হচ্ছে প্রাথমিক পর্যায়ের কিছু ইংরেজি শব্দের ব্যবহার শেখা , বলতে পারো শতরূপা , back to basic
শতরূপা : Back to Basic মানে একেবারে মূলে ফিরে যাওয়া।
আনিস : হ্যাঁ , তা বলতে পারো । আসলে সহজ অথচ মাঝে মাঝে ভুল হয় এমন কিছু ইংরেজি শব্দ , শব্দের ব্যবহার কিংবা বাক্যের ব্যবহার এ সব নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করবো। তুমি তো জানোই শতরূপা....
শতরূপা : হ্যাঁ , আমাদের বেশ কিছু শ্রোতা একটু সহজ এবং প্রতিদিনকার ব্যবহারের মতো ইংরেজি শিখতে চেয়েছেন , জানতে চেয়েছেন কিছু কিছু শব্দের ব্যবহার নিয়ে বিভ্রান্তির বিষয়টিও ...
আনিস : একদম ঠিক বলেছো । আর সে জন্যেই আমাদের এই আয়োজন ।
শতরূপা : তা আজ কোন বিষয়ের ওপর আলোকপাত করবেন।
আনিস : আজকে আমরা Noun বা বিশেষ্য নিয়ে কথা বলবো। তার আগে Noun এর একটা সহজ সংজ্ঞা জেনে নেওয়া যাক :
অ্যাক্ট ১/
শতরূপা : হ্যাঁ এটা তো বোঝাই গেল যে Noun হচ্ছে বিভিন্ন জিনিষের , মানুষের বা ধারণা’র নাম ।
আনিস : কেবল মানুষের নয় , প্রাণীর , অপ্রাণীর , গ্রহ নক্ষত্র , দর্শন বিজ্ঞান সব কিছুর নাম হচ্ছে Noun . কিন্তু একটা জিনিষ জানো কি শতরূপা ?
শতরূপা : কি জিনিষ ?
আনিস : আপাত দৃষ্টিতে নাউন খুব একটা সহজ ব্যাপার হলেও , আসলে কিন্তু এতটা সহজ নয়। এ গুলো বোঝা , ব্যবহার করা , বেশ একটু জটিল হতে পারে। আজকে আমরা বিশেষ এক ধরণের Noun নিয়ে কথা বলবো যা অন্যান্য Noun ‘এর তুলনায় বেশ জটিল এবং অনেকেই এর ব্যবহারে বেশ ভুল করে থাকেন।
শতরূপা : যেমন ?
আনিস : যেমন ধরো কতগুলো Noun শোনাচ্ছি এখন , খেয়াল করে শোনো এবং বলো কোন নাউনটি অন্য নাউনগুলো থেকে আলাদা।
অ্যাক্ট ২
আনিস : তা’হলে এখন প্রশ্ন হচ্ছে কোন Noun টি অন্য Noun গুলো থেকে আলাদা । আর হয়ত লক্ষ্য করেছো যে এই Noun গুলো , একটি ছাড়া , সবগুলোই বহুবচনের , মানে plural.
শতরূপা: হ্যাঁ architects plural এর শেষে s আছে , classes ও plural এর শেষে আছে es এটাও , libraries এর বানানটা একটু ভিন্ন , কিন্তু শেষে ies আছে, এটা ও তো plural. আবার Laws , এই শব্দটাও plural কারণ এখানে ও শেষে s আছে।
আনিস : সাধারণত plural শব্দ শেষে s থাকে ।
শতরূপা : সাধারণত বলছেন কেন ?
আনিস : এ জন্যে বলছি যে এমন বেশ কিছু Noun আছে যেগুলোর plural রূপে শেষে s থাকেনা। এই তালিকায় লক্ষ্য করো Mice শব্দটি । এটা ও কিন্তু plural. এর Singular কি বলো তো ?
শতরূপা : এর Singular হচেছ Mouse
আনিস : এ ধরণের Noun কে কি বলে জানো ?
শতরূপা: নাঃ তো ?
আনিস : শোনো , তা হলে
অ্যাক্ট /৩
শতরূপা: তার মানে হচ্ছে এই Mice হলো Irregular Plural
আনিস : ঠিক বলেছো , আর এই Irregular Plural করতে হলে, শেষে s যোগ করার প্রয়োজন নেই । পরিবর্তনটা করতে হয় শব্দের মধ্যেই।
শতরূপা : তা হলে equipment শব্দটি কি Plural ?
আনিস : না , equipment হচ্ছে Singular শব্দ ।
শতরূপা : equipment এর , Plural কি তাহলে equipments?
আনিস : না, equipment এর , Plural ঠিক এ ভাবে করা হয় না । শব্দের পাশে সংখ্যাবাচক শব্দ যোগ করে এর Plural form টা বোঝানো হয় , তাই equipment শব্দটি Singular এবং Plural দু ভাবেই ব্যবহার করা যায়।
শতরূপা : কিন্তু বোঝা যাবে কি ভাবে , কোনটা Singular এবং কোনটা Plural?
আনিস : লক্ষ্য করো এই বাক্যটি
অ্যাক্ট /৪
শতরূপা : তার মানে তিনটি equipment কিংবা সব ক’টি equipment এর কোনটাতেই s বসবে না ?
আনিস : না আসলে equipment শব্দটি হচ্ছে গণনা করা যায় না এমন এক ধরণের Noun . লক্ষ্য করো ব্যাখ্যাটি
অ্যাক্ট /৫
শতরূপা : আসলে এই non-count noun বোঝা একটু মুশকিল।
আনিস : ঠিক বলেছো , কারণ count noun অর্থাৎ যে সব noun গণনা করা যায় , সেগুলো থেকে এ গুলো ভিন্ন রকমের। আমাদের এই নতুন অনুষ্ঠান Talk 2 Us কেমন লাগলো জানাবেন অবশ্যই।
শতরূপা : অনুষ্ঠানটি আমাদের ওয়েব সাইটে অর্থাৎ www.voabangla.com এ ও শুনতে পাবেন
আনিস : আজ তা হলে
শতরূপা: আমি , শতরূপা বড়ুয়া
আনিস : আর আমি আনিস আহমেদ আজকের মতো Talk 2 Us অনুষ্ঠান থেকে উঠছি।


please wait

No media source currently available

0:00 0:05:03 0:00
সরাসরি লিংক
XS
SM
MD
LG