অ্যাকসেসিবিলিটি লিংক

Talk2US: ১৮তম পর্ব


ইংরেজি ভাষা শেখার এই অনুষ্ঠানে আমরা প্রাথমিক পর্যায়ের ভাষা শিক্ষার দিকে আলোকপাত করছি যেখানে মূলত Parts of Speech কিছু বৈশিষ্ট তুলে ধরা হচ্ছে । এই অনুষ্ঠানে বিশেষ্যের বা noun এর প্রকার ভেদের উপর আলোকপাত করা হয়েছে । আজও আমরা শিল্প ও বিনোদন জগতের কিছু শব্দ নিয়ে কথা বলবো।


আনিস : ইংরেজি শেখার এই সাপ্তাহিক আয়োজন Talk2US ‘এ আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম , আর আমার সঙ্গে রয়েছে শতরূপা বড়ুয়া:
শতরূপা: শুভেচ্ছা , স্বাগতম আমার তরফ থেকেও ।
আনিস : মনে আছে নিশ্চয়ই শতরূপা , গত সপ্তায় আমরা শিল্প ও বিনোদন জগতের বেশ কিছু শব্দ নিয়ে কথা বলেছি।
শতরূপা : হ্যাঁ , যেমন আমরা বলেছিলাম Actor, actress, artist, designer, painter, sculptor এই সব শব্দের ব্যবহারের কথা।
আনিস : ... এবং আরও কয়েকটি শব্দ আমরা শিখেছিলাম , যেমন Choir, Soprano, Tanor আজ ও আমরা শিল্প ও বিনোদন জগতের আরও কয়েকটি শব্দের দিকে আলোকপাত করবো। আজকের প্রথম শব্দটি হচ্ছে comedy
শতরূপা : হ্যাঁ। এটা তো খুব পরিচিত শব্দ। কৌতুক ধর্মী কিংবা হাসির নাটক ।
আনিস : ঠিকই বলেছো শতরূপা । এবার এই comedy শব্দটি দিয়ে একটি বাক্য রচনা করো তো।
শতরূপা : Yesterday, we went to watch a comedy
আনিস : concert
শতরূপা : এই শব্দটি লক্ষ্য করেছি ইদানিং বাংলাদেশে খুব ব্যবহার করা হচ্ছে;কিন্তু এর অর্থটা খুব পরিস্কার নয়।
আনিস : concert আসলে গানের বা যন্ত্র সঙ্গীতের অনুষ্ঠান, বিশেষ করে বড় রকমের অনুষ্ঠান ।
শতরূপা : এবার এর অর্থটা পরিস্কার হলো
আনিস : তা হলে এসো ,এই শব্দটি দিয়ে একটা যুৎসই বাক্য তৈরি করোতো
শতরূপা : Sabina Yasmeen’s concert tickets were all sold out .
আনিস : বাঃ চমৎকার উদাহরণ । এবারকার শব্দ fashion show.
শতরূপা : এটাতো জানিই। খুব একটা পরিচিত শব্দ, যেখানে মডেলরা হাল আমলের পোশাক পরে প্রদর্শনীতে অংশ নেন।
আনিস : তা হলে এই fashion show দিয়ে একটা বাক্য তৈরি করো তো ।
শতরূপা : Her presentation in the fashion show was superb
আনিস : তোমার বাক্যটিও superb মানে চমৎকার হয়েছে। এবারের শব্দ Opera .
শতরূপা : এই শব্দটা শুনেছি বহুবার , কিন্তু এর মানেটা ঠিক বুঝতে পারছি না।
আনিস : Opera শব্দটার মানে হচ্ছে গীতি-নাট্য । তা হ’লে একটা বাক্য তৈরি করা যাক।
শতরূপা : Last week my friend went to watch an Opera show.
আনিস : সুন্দর বাক্য। এবার আরেকটি শব্দ game show
শতরূপা : এটা সম্ভবত খেলাধূলোর ব্যাপার ।
আনিস: খেলার ব্যাপার নিশ্চয়ই , তবে কি ধরণের খেলা, বলতে পারবে ?
শতরূপা : সেটাতো ঠিক বুঝতে পারছি না ?
আনিস : এই খেলা মানে হচেছ ধরো টিভিতে যে সব শো হয়। ধাঁধা কিংবা খেলার অন্যরকম প্রতিযোগিতার শো ।
শতরূপা : ওহ আচ্ছা
আনিস : এবার তা হলে এই game show শব্দটা দিয়ে একটা বাক্য তৈরি করা যাক
শতরূপা : My sister likes watching game shows on TV.
আনিস : সত্যি না কি ?
শতরূপা : হ্যাঁ । ঠিক তাই। সারাক্ষণ শুধু ঐ ধরণের Show দেখে।
আনিস : এবার একটা খুব সহজ শব্দ , Play
শতরূপা : এর মানেতো খেলাধুলো।
আনিস : কিন্তু ঠিক বিনোদন জগতে এর অর্থটা কি হবে ?
শতরূপা : ওহ আচ্ছা , এখন মনে পড়ছে। নাটক , বোধ হয়।
আনিস : বোধ হয় না । বিনোদন জগতে Play মানে নাটক। তা হলে এই অর্থে play শব্দটি দিয়ে একটা বাক্য তৈরি করোতো শতরূপা ।
শতরূপা: They went to watch Shakespeare’s play Hamlet .
আনিস : খুবই যুৎসই বাক্য শতরূপা । এবারের শব্দ Soap Opera .
শতরূপা: Opera তো আপনি কিছুক্ষণ আগেই বোঝালেন , এটা কি সে রকম কিছু একটা ; বিজ্ঞাপনধর্মী ?
আনিস : কেন তোমার কি মনে হচ্ছে ?
শতরূপা : Soap Opera তো সাবানের বিজ্ঞাপনের মতো কিছু একটা ?
আনিস : না , আসলে Soap Opera হচ্ছে সাধারণত টেলিভিশনে প্রচারিত ধারাবাহিক নাটক, Serial বলে ও ইদানিং প্রচারিত হচ্ছে বাংলাদেশে , ভারতে । তা হলে শোনা যাক একটি বাক্য ।
শতরূপা : My aunt likes soap operas so much that she remains hooked up to TV most of the time.
আনিস : বাঃ বেশ যুৎসই বাক্য হয়েছে। এই শব্দযুগলটি শোনো , Reality Show
শতরূপা : এটার মানে হচ্ছে সম্ভবত বাস্তব ভিত্তিক অনুষ্ঠান
আনিস : হ্যাঁ ঠিকই বলছো। এটা ও এক ধরণের টেলিভিশন অনুষ্ঠানই যা কীনা লোকজনের বাস্তব জীবনের প্রতিফলন ঘটায়। এবার বাক্যটা তা হলে শুনি :
শতরূপা : Some of the reality shows are really good .
আনিস : বাঃ , দারুণ হয়েছে বাক্যটি। তবে আমাদের উঠতে হচ্ছে আজকের অনুষ্ঠান থেকে , আর যাবার আগে জানিয়ে রাখি যে আমাদের ইংরেজি শেখার এই অনুষ্ঠান Talk2US এর ভিডিও সংস্করণ ও আপনারা দেখতে পাবেন আমাদের ওয়েব সাইটে
শতরূপা : আমাদের ওয়েব সাইট এর ঠিকানা হচ্ছে www.voabangla.com
আনিস তা হলে Talk 2 Us ‘এর এই সঙ্কলন থেকে ওঠার আগে
শতরূপা : আমি , শতরূপা বড়ুয়া
আনিস : আর আনিস আহমেদ আপনাদের জন্যে রেখে যাচ্ছি অনেক অনেক শুভকামনা।

please wait

No media source currently available

0:00 0:04:17 0:00
সরাসরি লিংক
XS
SM
MD
LG