অ্যাকসেসিবিলিটি লিংক

বৈরুত বিস্ফোরণে আহতদের সংখ্যা ৫ হাজার ছাড়িয়ে গেছে, মারা গেছেন ১৩৭ জন


বৈরুত বন্দর এলাকায় মঙ্গলবারের প্রচন্ড বিস্ফোরণের পর এখনও উদ্ধারকারীরা নিখোঁজ লোকজনের সন্ধান কাজ চালিয়ে যাচ্ছেন। ওদিকে বর্তমানে বৈরুত সফররত ফ্রান্সের প্রেসিডেন্ট হুশিয়ার করে দিয়েছেন যেও দেশটি গুরুত্বপূর্ণ সংস্কার সাধন না করলে ক্রমাগত দূর্বল হতেই থাকবে।

বৈরুত বন্দর এলাকায় মঙ্গলবারের প্রচন্ড বিস্ফোরণের পর এখনও উদ্ধারকারীরা নিখোঁজ লোকজনের সন্ধান কাজ চালিয়ে যাচ্ছেন। ওদিকে বর্তমানে বৈরুত সফররত ফ্রান্সের প্রেসিডেন্ট হুশিয়ার করে দিয়েছেন যেও দেশটি গুরুত্বপূর্ণ সংস্কার সাধন না করলে ক্রমাগত দূর্বল হতেই থাকবে।

বৈরুতের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে ঐ বিস্ফরণে এখন মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৭ ‘এ, এবং আহত হয়েছেন ৫০০০ এরও বেশি লোক। কর্মকর্তারা আশংকা করছেন মৃতের সংখ্যা আরো বাড়তে পারে । লেবাননের সাবেক ঔপনিবেশিক শাসক ফ্রান্স সে দেশে জরুরি চিকিত্সক এবং কয়েক টন ওষুধ পাঠাচ্ছে । ম্যাক্রঁ বলছেন তাঁর এ্ই ০সফর ছিল লেবাননের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রতিষ্ঠানগুলোর সঙ্গে খোলামেলা সংলাপের সুযোগ গ্রহণ।

এ দিকে লেবাননের মন্ত্রী পরিষদ দু সপ্তার জন্য সে দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে এবং সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছে গুদামে বিস্ফোরক রাখার সঙ্গে সম্পৃক্তদের গৃহবন্দী করার। এ্ই বিস্ফোরণের কারণ নিয়ে কর্তৃপক্ষ তদন্ত করে দেখছে।

XS
SM
MD
LG