অ্যাকসেসিবিলিটি লিংক

নতুন মন্ত্রীসভা ঘোষণা করা হলে সমর্থন দেবেন নাসরাল্লাহ


হিজবুল্লাহর প্রধান সৈয়দ হাসান নাসরাল্লাহ বৃহস্পতিবার বলেছেন সোমবার লেবাননের নতুন মন্ত্রীসভা ঘোষণা করা হলে তিনি সমর্থন দেবেন তবে বলেন যে বিশেষজ্ঞদের নিয়ে গঠিত সরকার স্থায়ী হবে না।প্রেসিডেন্ট মিশেল আউনের আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী মনোনীত সাদ আল-হরিরির সাথে বৈঠকের কথা রয়েছে। দুই রাজনীতিবিদের মধ্যে কয়েক মাস ধরে দ্বন্দ্ব চলতে থাকায় দেশটি আর্থিক সংকটে পড়ে।যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদী তালিকাভুক্ত ও ইরান সমর্থিত হিজবুল্লাহর মিত্র প্রেসিডেন্ট মিশেল আউন। নাসরাল্লাহ এক টেলিভিশন বক্তৃতায় বলেন, "প্রধানমন্ত্রী নির্বাচিত প্রেসিডেন্টের সঙ্গে একমত হলে সোমবার বিশেষজ্ঞের একটি সরকারের প্রতি আমরা সম্মতি জানাব,তিনি বলেন, "আমি এখন সবাইকে বলছি, টেকনোক্র্যাট এবং রাজনীতিবিদ উভয়ের একটি সরকার গঠিত হলে কেউ তার দায়িত্ব থেকে পালাতে পারবে না। লেবাননের অর্থনৈতিক মন্দা এক বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। রাজনীতিবিদরা ২০১৯ সালের শেষের দিক থেকে বিদেশী অর্থ উদ্ধারের বিষয়ে একমত হতে ব্যর্থ হয়েছেন, যা লেবাননের এই মুহূর্তে বিশেষ প্রয়োজন। বুধবার উত্তপ্ত রাজনৈতিক মতবিনিময় শেষে বৃহস্পতিবার হারিরি আউনের সাথে বৈঠক করেন, পরে বলেন লেবাননকে তার দুর্দশা থেকে উদ্ধার করতে নতুন মন্ত্রিসভাকে আন্তর্জাতিক অর্থ তহবিলকে পুনরায় নিযুক্ত করতে হবে যাকিনা একমাত্র সমাধান।

XS
SM
MD
LG