অ্যাকসেসিবিলিটি লিংক

লেবাননে প্রতিবাদ-বিক্ষোভ


করোনা মহামারীর কারণে লক ডাউন এবং কারফিউ উপেক্ষা করে লেবাননের জনগণ অর্থনৈতিক দূর্দশার প্রতিবাদ জানাতে,গাড়িতে চড়ে বা পায়ে হেঁটে প্রতিবাদে অংশ নিয়েছেনI বিক্ষোভকারীরা জানান, তাদেরকে একটি বিকল্প বেছে নিতে হবে,হয় ক্ষুধায় মৃত্যু নতুবা সংক্রমণে মৃত্যুI বিশ্লেষকেরা হুঁশিয়ার করে দিয়েছেন যে,খেটে খাওয়া,মধ্যবিত্ত এবং শরণার্থীদের ওপর অর্থনৈতিক দূর্দশার চাপ হবে চরম বিপর্যয়কারীI

বসন্তের আবহাওয়া এবং সংক্রমণের কারণে চাকুরীচ্যূত লেবাননের জনগণ আবারো পথে পথে বিক্ষোভে নেমেছেন পথে পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বা টায়ার জ্বালিয়েI

লেবাননের স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাসান বলেন সংক্রমণ দূর করতে আমরা যে সফলতা পেয়েছি, এই প্রতিবাদ-বিক্ষোভে তা ম্লান হয়ে যেতে পারেI বিক্ষোভকারীদের তিনি বলেন রাস্তা থেকে পরিবার-পরিজনদের কাছে আপনারা অনুগ্রহ করে ভাইরাস ছড়াবেন নাI

XS
SM
MD
LG