যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের জাঁকজমকপূর্ণ কিছু অনুষ্ঠানের বিবরণ আমরা শুনবো রোকেয়া হায়দারের কাছে । তবে তার আগে স্মরণ করা দরকার যে ১৭৭৫ সালে উত্তর আমেরিকা ব্রিটিশ উপনিবেশবাদের বিরুদ্ধে যে আমেরিকান রিভ্যুলাশানারী ওয়ার শুরু হয় , তারই পরিণতিতে ১৭৭৬ সালের ৪ঠা জুলাই স্বাধীনতা ঘোষণা অনুমোদিত হয় যুক্তরাষ্ট্রের কংগ্রেসে। সেই থেকে পালিত হয়ে আসছে স্বাধীনতা দিবস। চারিদিকে আজ খুশীর আমেজ, প্যারেড, সমাবেশ, বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।এই মূহুর্তে ওয়াশিংটন মলে রয়েছেন রোকেয়া হায়দার, এই উৎসবের কিছু খবরাখবর আপনাদের শোনাচ্ছেন আমাদের স্টুডিও থেকে তার সঙ্গে কথা বলছেন আনিস আহমেদ।