অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিম লন্ডনের একটি অ্যাপার্টমেন্ট টাওয়ারে আগুন লেগে অন্তত ১২ জন নিহত


যুক্তরাজ্যের পশ্চিম লন্ডনের অ্যাপার্টমেন্ট ভবন গ্রেনফেল টাওয়ারে আগুন লেগে বেশ কয়েকজন নিহত ও অসংখ্য মানুষ আহত হয়েছে। পুলিশ সুত্রে বলা হয অন্তত ১২ জন নিহত হয়।

অনেকে ভবনে আটকা পড়েছেন বলেও শোনা গেছে। ওই ভবনের অগ্নী ব্যবস্থার নিরাপদ ছিল কিনা সে বিষয়ে এখন প্রশ্ন উঠেছে।

টাওয়ারের আশেপাশের লোকজন জানান আগুন লাগার পরপরই তারা মানুষের চিৎকার শুনতে পান। অনেকে ভবনের ভেতর থেকে ফ্লাশ লাইট ও সেল ফোনে উদ্ধারের জন্য অন্যদের দৃষ্টি আকর্ষনের চেষ্টা করেন। ভবনে প্রায় ৫০০ লোক বসবাস করেন।

Britain London Fire
Britain London Fire

আগুন কিভাবে লেগেছে তা এখনো জানা যায়নি। লন্ডন মেয়র সাদিক খান বলেছেন এখনকার কাজ হচ্ছে শুধুমাত্র উদ্ধার অভিযান। তিনি বলেন অনেকের মনেই এ নিয়ে প্রশ্ন রয়েছে এবং তার উত্তরও খোঁজা প্রয়োজন।

কর্তৃপক্ষ জানিয়েছে অন্তত ৫০ জনকে হাসপাতালে নেয়া হয়েছে আহত অবস্থায়। আগুনের ঘটনার পর পরই ওই অঞ্চলের রাস্তাঘাটে প্রবল যানজটের সৃষ্টি হয়। পুলিশ বেশ কিছু রাস্তা বন্ধ করার কারনে এমনটি হয়েছে বলে জানা যায়। এক নাগাড়ে কয়েক ঘন্টা আগুন জ্বলে থাকায় অনেকেই আশংকা প্রকাশ করেছিল যে ভবনটি হয়তো ধ্বসে পড়তে পারে।

XS
SM
MD
LG