অ্যাকসেসিবিলিটি লিংক

লন্ডনের নতুন মুসলিম মেয়র, ভারতে এর তাৎপর্য


সারা দুনিয়াকে অবাক করে লন্ডন শহরের নতুন মেয়র নির্বাচিত হলেন পাকিস্তান থেকে বৃটেনে আসা মুসলিম প্রাক্তন বাসকর্মীর পুত্র সাদিক খান।

বেশ কয়েক বছর আগে মার্কিন লেখক স্যামুয়েল হান্টিংটনের লেখা ক্ল্যাশ অফ সিভিলাইজেশন বইটি সারা দুনিয়ায় সাড়া জাগিয়েছিল। বইয়ের প্রতিপাদ্য ছিল, পশ্চিমী সভ্যতার সঙ্গে ইসলামের সংঘর্ষ লেগেই থাকবে। একই রকম বিশ্বাস ভারতীয় হিন্দুত্ববাদীদের। তাঁরাও মনে করেন, এ দেশে হিন্দুদের সঙ্গে মুসলমানদের ঐক্য অসম্ভব। এই তত্ব এত আলোচিত হওয়ার পরেও লন্ডনে পশ্চিমী সাংস্কৃতিক আবহে নানান ধর্মের মানুষের শহরে এক জন মুসলিম কেমন করে বিপুল ভোটে মেয়র নির্বাচিত হলেন?

বিশেষজ্ঞেরা মনে করেন, লন্ডন বরাবরই মিশ্র সংস্কৃতি আর রাজনৈতিক মধ্যপন্থায় আস্থাশীল। উগ্রপন্থা নয়, পর মত ও পর ধর্ম সহিষ্ণুতাই ওখানকার বৈশিষ্ট্য। এঁরা মনে করেন, ভারতেও কোনও উগ্র ধর্মান্ধতা নয়, সহিষ্ণুতাই বেঁধে রাখবে বহু ধর্ম ও সংস্কৃতির দেশ ভারতবর্ষকে।
ভারতে এর তাৎপর্য সম্পর্কে কোলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট।

please wait

No media source currently available

0:00 0:01:01 0:00
সরাসরি লিংক


XS
SM
MD
LG