অ্যাকসেসিবিলিটি লিংক

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের রাজধানী জুড়ে ব্যপক লুটপাট


সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের নতুন অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহনের পর থেকে বৃহস্পতিবার দেশটির রাজধানী জুড়ে ব্যপক লুটপাটের ঘটনা ঘটে।

নিক লং নামের এক সাংবাদিক ভয়েস অব আমেরিকাকে জানান বেনগুইয়ের পিকে-১৩ নামক মুসলমান অধ্যুষিত এলাকায় প্রায়২ হাজার মানুষ বিভিন্ন ঘর বাড়ীতে লুতপাট চালায়। তিনি আরো জানান রুয়ান্ডার শান্তিরক্ষীরা লুটেরাদেরকে তাড়া করলেও শান্তিকর্মীরা সেখান থেকে চলে গেলে তারা আবার লুটপাট শুরু করে।

বৃহস্পতিবার দেশটির সংসদের মাধ্যমে নির্ধারিত নতুন অন্তবর্তী প্রেসিডেন্ট ক্যাথরিন সাম্বা পাঞ্জা সকলকে শান্তি প্রতিষ্ঠার আহবান জানান।
XS
SM
MD
LG