অ্যাকসেসিবিলিটি লিংক

হাজার হাজার অভিবাসী ট্রেনে ম্যাসিডোনিয়া থেকে সার্বিয়া গেছে


রবিবার হাজার হাজার অভিবাসী, ম্যাসিডোনিয়াতে ট্রেনে উঠে, উত্তরে, সার্বিয়ার উদ্দেশ্যে রওনা হয়। তারা কয়েকদিন সীমান্তে আটকে ছিল। ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ হাঙ্গারীতে তাদের যাত্রায় বাধা দেওয়া হয়।

শুক্রবার ও শনিবার ম্যাসিডোনিয়ার পুলিশ অভিবাসীদের গ্রীস থেকে দেশে ঢুকতে দেয়নি এবং সংঘর্ষ হয়। সরকার জরুরী অবস্থা ঘোষণা করে এবং অভিবাসীদের সীমান্ত দিয়ে প্রবেশ নিষিদ্ধ করার নির্দেশ দেয়।

কিন্তু হাজার হাজার মানুষ যাদের অনেকেই সিরিয়ার শরনার্থী তারা শনিবার অফিসারদের পাশ কাটিয়ে ম্যাসিডোনিয়ায় ঢুকে পড়ে। তার আগে শরনার্থীরা খাদ্য জল আর আশ্রয়ের স্থান ছাড়া কয়েকদিন খোলা আকাশের নীচে কাটিয়েছে।

কর্তৃপক্ষ পরে বাধা নিষেধ তুলে নেয় এবং অভিবাসীদের অবাধে অতিক্রম করতে দেয় এবং কোন সমস্যা ছাড়া তারা রবিবার ট্রেনে উঠে।

XS
SM
MD
LG