অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়ার বিরুদ্ধে বিশ্ব শক্তিবর্গের চূড়ান্ত সীমানা নির্দিষ্ট করতে হবে-এমানুয়েল মাক্রো 


ফরাসি প্রেসিডেন্ট, এমানুয়েল মাক্রো, যুক্তরাষ্ট্রের সিবিএস সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে বলেছেন, মস্কো ইতিমধ্যেই সীমা লঙ্ঘন করেছে, তাই বিশ্ব শক্তিবর্গের উচিত, রাশিয়ার জন্য স্পষ্ট সীমানা রেখা নির্দিষ্ট করাসহ, সম্ভব্য নিষেধাজ্ঞার কথা বিবেচনা করাI

তিনি বলেন, "বিশ্বাসযোগ্য হওয়ার এটাই একমাত্র পন্থা, নিষেধাজ্ঞা আরোপ সর্বাত্মক উত্তর নয়, তবে অংশতঃ উত্তর"I তিনি আরো বলেন, প্রেসিডেন্ট বাইডেন, উত্তেজনা প্রশমনে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনা করার যে ইচ্ছা ব্যক্ত করেছেন, তিনি তাকে স্বাগত জানাচ্ছেনI ম্যাক্রো'র এই মন্তব্য, রাশিয়া সম্পর্কে ফ্রান্সের অবস্থান থেকে সরে আসার এবং যুক্তরাষ্ট্রের প্রতি আরো ঘনিষ্ঠ হওয়ার ইঙ্গিত বহন করেI

যুক্তরাষ্ট্র, গত বছর, যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপ করা, সাইবার হামলা, ইউক্রেইনে রুশ সামরিক উপস্থিতি ও উত্তেজনা এবং অন্যান্য কথিত দুষ্কর্মের জবাবে, রাশিয়ার বিরুদ্ধে গত সপ্তাহে, কতিপয় নুতন নিষেধাজ্ঞা আরোপ করেছেI

যুক্তরাষ্ট্র এছাড়াও, রাশিয়ার ১০ জন কূটনীতিককে বহিষ্কারের নির্দেশ দিলে, পাল্টা ব্যবস্থা হিসাবে রাশিয়াও, যুক্তরাষ্ট্রের ১০ জন কূটনীতিককে দেশ ত্যাগের নির্দেশ দেয়I এছাড়াও রাশিয়া, যুক্তরাষ্ট্রের এটর্নি জেনারেল, মেরিক গার্ল্যান্ডসহ ৮ জন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে রাশিয়া প্রবেশে, নিষেধাজ্ঞা আরোপ করেছেI

বর্তমান রাশিয়া-যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক, ১৯৮৯ সালের শীতল যুদ্ধ অবসানের পর সবচাইতে স্পর্শকাতর বলে সমীক্ষকদের ধারণাI

XS
SM
MD
LG