অ্যাকসেসিবিলিটি লিংক

মিশরে একটি সংবাদপত্রের প্রধান সম্পাদক গ্রেফতার


মিশরে সাংবাদিকদের বিরুদ্ধে দমননীতি ও হয়রানির অংশ হিসাবে রবিবার প্রভাবশালী স্বতন্ত্র সংবাদ মাধ্যম Mada Masr 'র এডিটর ইন চিফকে আটক করা হয়I সম্পাদক লিনা আতাউল্লাহ একজন মানবাধিকার সক্রিয়বাদী লেইলা সাউফের সাক্ষাৎকার নেবার সময় পুলিশ তাঁকে গ্রেফতার করেI তাঁর আইনজীবী এএফপি কে জানান, কারাগারের নিরাপত্তা সদস্যরা তাঁর পরিচয় পত্র দেখতে চায় এবং দীর্ঘ ৩ ঘন্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করেI সর্বশেষ খবরে জানা যায়, আদালত ২০০০ মিশরীয় পাউন্ড বেইল ধার্য্য করে তাঁকে মুক্তি দেয়I

মিশরে সাংবাদিকেরা সরকারি পক্ষ অবলম্বন না করলে, নির্যাতন আর দমনের শিকার হনI Reporters Without Borders জানিয়েছে, মিশরের কারাগারে বর্তমানে বন্দি রয়েছেন ২৯ জন সাংবাদিকI

XS
SM
MD
LG