অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে চীনের অর্থনৈতিক ভূমিকা নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন নয়: মার্শা বার্নিক্যাট


ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট এক সাক্ষাতকারে বলেছেন, বাংলাদেশে চীনের ক্রমবর্ধমান অর্থনৈতিক ভূমিকা নিয়ে যুক্তরাষ্ট্র আদৌ উদ্বিগ্ন নয়; কারণ অবকাঠামো উন্নয়ন একটি ভালো বিষয়। সম্প্রতি রাষ্ট্রদূত পশ্চিমবঙ্গের কলকাতা সফরকালে ভারতীয় প্রভাবশালী ইংরেজী দৈনিক দ্য হিন্দুর সাথে এক সাক্ষাতকারে তিনি কথা বলেন। শুক্রবার প্রকাশিত ওই সাক্ষাতকারে রাষ্ট্রদূতের কাছে প্রশ্ন করা হয়েছিল যে, বাংলাদেশে ভারতের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন কিনা? জবাবে রাষ্ট্রদূত বার্নিকাট বলেন, তার ভাষায়, আমাদের স্বার্থ সত্যিই একসূত্রে গাথা। বাংলাদেশের নিরাপত্তা এবং সমৃদ্ধির ভিত্তিই হচ্ছে যুক্তরাষ্ট্র ভারতের স্বার্থ এবং মঙ্গলের মূল বিষয়। এক প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেন, যুক্তরাষ্ট্র আশাবাদী যে, বাংলাদেশের আগামী নির্বাচনটি হবে অংশগ্রহণমূলক। অপর এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্র জঙ্গীবাদের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ অসাধারণ অংশীদার।..... ঢাকা থেকে আমীর খসরু

XS
SM
MD
LG