অ্যাকসেসিবিলিটি লিংক

ম্যাজিক-যাদু-মায়াজালের শিল্প, বিশ্বের সর্বত্রই সংস্কৃতির অংশ


ম্যাজিক বা যাদু, বিশ্বের সর্বত্রই, প্রায় সব দেশেই সংস্কৃতির অংশ হয়ে দাঁড়িয়েছে। তবে যুক্তরাস্ট্রের ম্যাজিশিয়ান কেভিন স্পেন্সার, মায়াজালের এই শিল্পকে অন্য একটি স্তরে নিয়ে গেছেন। তিনি তাঁর মেধা, শুধুমাত্র মজা দেয়ার জন্যই নয়, ব্যবহার করছেন শারিরিক ও মানষিক প্রতিবন্ধী শিশু ও প্রাপ্ত বয়স্কদের সাহায্য করবার জন্যও। জুলি তাবোহ’র রিপোর্ট; শোনাচ্ছেন সেলিম হোসেন:

কেভিন স্পেন্সার, ম্যাজিশিয়ান হিসাবে কাজ করছেন, ৩০ বছরেরও বেশী।

“৫ বছর বয়সে প্রথম যখন যাদু দেখি, আমার মনে আছে তখন মা’কে বলেছিলাম; বড়ো হয়ে আমি যাদুকর হবো”।

তবে জীবনের প্রথম দিকে মারাত্মক এক গাড়ী দুর্ঘটনায়, যাদু শিক্ষায় ব্যাঘাত ঘটে তার।

“আমি যে গাড়ীতে ছিলাম, সেটিকে ধাক্কা দেয় একটি ট্রাক্টর ট্রেলার। জ্ঞান ফিরে নিজেকে নিউরোলোজিক্যাল ইনটেনসিভ কেয়ারে আবিস্কার করি; মস্তিস্কে এবং লোয়ার স্পাইনাল কর্ডে আঘাত পেয়ে, প্রায় এক বছর চিকিৎসা নিয়ে সুস্থ হলেও, যাদু’র দক্ষতা হারিয়ে ফেলি”।

তাঁর অভিজ্ঞতা, তাঁকে যাদু’র কৌশল’কে, কিভাবে থেরাপী হিসাবে ব্যবহার করা যায় তা শিখিয়েছে”

“গবেষণায় দেখা গেছে, যাদু হচ্ছে চিকিৎসাবিদ্যার মতো বিষয়; তবে আরো দেখা গেছে, যাদুর একটি কৌশল দেখাতে, যেসব পন্থা অবলম্বন করতে হয় তার সঙ্গে থেরাপীর অনেক মিল রয়েছে”।

স্পেন্সার, সারা বিশ্বের ঘুরে ঘুরে ওয়ার্কশপ শুরু করেন; শারিরক প্রতিবন্ধী শিুশু ও বয়স্কদের যাদুর নানা কৌশল শেখান।

“আমরা পেশী সঞ্চালন সংক্রান্ত, বুদ্ধি বিষয়ক, উপলব্ধি বিষয়ক ও সামাজিক দক্ষতা শেখাই এবং শেখা শেষে তারা অন্যকে সেসব কৌশল দেখানোর মতো দক্ষ হয়ে ওঠেন”।

এবং এই সামাজিক যোগাযোগ বাচ্চাদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক হয়।

১০ বছর বয়সী বুদ্ধি প্রতিবন্ধী লিয়াম শ্যানোন, সাধারণ কিছু যাদু কৌশল শিখেছে এবং এতে তার নানা ধরণের অনুভুতি হয়।

‘হুররে—এটি অসাধারণ’

“এটি আমাকে খানিকটা যাদুকর যাদুকর ভাব দেয়। আমি ভীষণ খুশী ও গর্বিত, এটি অসাধারণ”

“আমি মনে করি এটি তাকে তার নিজের সম্পর্কে ভালো ধারণা দেবে। কারন সে বুঝেছে যে সে কিছু একটা শিখেছে। সে তা দেখেছে, আত্মস্থ করেছে, শিখেছে এবং করে দেখিয়েছে”।

স্পেন্সার বলেছে এইসব ওয়ার্কশপে লিয়ামের মতো বাচ্চাদের মুখে যখন সুখ দেখি তখন মনে হয় এটিই হোচ্ছে সর্বোত্তম যাদু।

“অনুষ্ঠানে আমরা প্রচুর হাততালি পাই; কিন্তু একজন শিশু, মুখে উজ্জ্বল হাসি ফুটিয়ে যখন বলে, ‘দ্যাখো আমি এটা করতে পেরেছি’, তখন নিজের কাছে মনে হয়, সত্যিই আমি কিছু করতে পেরেছি”।

প্রতিবন্ধী মানুষদের ভেতরকার যাদুকরদেরকে বের করে আনতে সহায়তা করার লক্ষ্য নিয়ে, কেভিন স্পেন্সার ভাবিষ্যতে তাদেরকে আরো সময় দেয়ার পরিকল্পনা করছেন।

XS
SM
MD
LG