অ্যাকসেসিবিলিটি লিংক

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে প্রেসিডেন্ট ট্রাম্পের আমন্ত্রণ


মধ্য-প্রাচ্য শান্তি আলোচনা যখন সংকটের মুখে সেই পরিস্থিতিতে প্রেসিডেন্ট ট্রাম্প ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে WHITE HOUSE এ আমন্ত্রণ জানিয়েছেন I শুক্রবার দুই নেতার মধ্যে আলোচনা এবং ফেব্রূয়ারি মাসে ইস্রাইলি প্রধানমন্ত্রীর সফরের প্রেক্ষিতে প্রেসিডেন্ট ট্রাম্প তাঁকে এই আমন্ত্রণ জানান I WHITE HOUSE এর মুখপাত্র SEAN SPICER এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন ; তবে কবে তাদের মধ্যে আলোচনা হবে তা জানানো হয়নি I

২০১৪ সালের এপ্রিল মাস থেকে শান্তি আলোচনা স্থগিত রয়েছে I মঙ্গলবার জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হেইলি প্রথমবারের মতো তাঁর ফিলিস্তিনি প্রতিপক্ষ, রিয়াদ মানসুরের সঙ্গে সাক্ষাৎ করেন ; সাক্ষাৎ শেষে টুইটার মারফত রাষ্ট্রদূত হেইলি বলেন, বিশ্ব সমাজের কাছে শান্তির সমাধান না খুঁজে ফিলিস্তিনি জনগণকে ইসরাইলিদের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে হবে I

XS
SM
MD
LG