অ্যাকসেসিবিলিটি লিংক

ওয়াশিংটন এইডস সম্মেলন নিয়ে মাহমুদুর রহমানের সাক্ষাত্কার


যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির কনভেনশান সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে দ্বিবার্ষিক এইডস সম্মেলন । আজ সোমবার সম্মেলনের দ্বিতীয় দিনে পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিনটন উদ্বোধনী অধিবেশনে ভাষন দিলেন – এ রোগের গবেষনা , প্রতিরোধ , নিরাময়ে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানালেন । বিষয়টি নিয়ে আমরা কথা বলি ঢাকার রোগ তত্ব , রোগ নিয়ন্ত্রণ ও রোগ গবেষনা ইনস্টিটিউট IEDCR-এর পরিচালক ডক্টর মাহমুদুর রহমানের সঙ্গে । ওয়াশিংটন স্টুডিও থেকে তাঁর সঙ্গে কথা বলেন সরকার কবীরূদ্দীন ।
XS
SM
MD
LG