অ্যাকসেসিবিলিটি লিংক

যেসব শিশু অধিকারের দাবী জানাতে অপারগ, তাদের পক্ষে পুরষ্কার গ্রহণ করছি - মালালা


পাকিস্তানের ১৭ বছরের কিশোরী মালালা ঈউসুফজাই কনিষ্ঠতম নোবেল শান্তি পুরষ্কার বিজয়ী হয়েছেন। তিনি সাংবাদিকদের বলেন, সারা বিশ্বের শিশুদের প্রতি তার বার্তা হলো, তাদেরকে অধিকার আদায়ের জন্য চেষ্টা করতে হবে। তিনি বলেন, যেসব শিশু তাদের অধিকারের দাবী জানাতে অপারগ, তাদের পক্ষে তিনি ঐ পুরষ্কার গ্রহণ করছেন। প্রেসিডেন্ট ওবামা ওয়াইট হাউসে এক বিবৃতিতে বলেছেন, মালালা সারা পৃথিবীতে মানুষকে অনুপ্রাণিত করেছেন। মালার পাশাপাশি ভারতের শিশু অধিকার প্রচারাভিযানে নিবেদিত কর্মী কৈলাশ সত্যার্থী। শুক্রবার বিজয়ীদের নাম ঘোষণা করে নরওয়ের নোবেল কমিটি বলে, শিশু এবং তরুণদের অবদমনের বিরুদ্ধে এবং সব শিশুর শিক্ষার অধিকারের জন্যে তাদেঁর সংগ্রামের স্বীকৃতি হিসেবে এই পুরষ্কার দেওয়া হলো। নোবেল কমিটি বলেছে, তারা মনে করে এটা গুরুত্বপূর্ণ যে একজন হিন্দু এবং একজন মুসলিম, একজন ভারতীয় এবং একজন পাকিস্তানি, শিক্ষার পক্ষে এবং উগ্রবাদের বিরুদ্ধে অভিন্ন সংগ্রামে যোগ দিয়েছেন। ১৭ বছর বয়সী মালালা তখন থেকেই পাকিস্তানে মেয়েদের শিক্ষার ওপর জোর দিয়ে আসছিলেন যখন ২০১২ সালে তালিবান তার মাথায় গুলি করে। তাকে বিশেষ চিকিৎসার জন্যে ব্রিটেনে নিয়ে যাওয়া হয় এবং তিনি সুস্থ হয়ে নারীদের অধিকার নিয়ে তার লড়াই চালিয়ে যান।

XS
SM
MD
LG