মালায়শিয়া কর্তৃপক্ষ অসরকারী একটি নিউয-ওয়েবসাইটের পাঁচ কর্মচারীকে গ্রেফতার করেছে এবং রাষ্ট্রবৈরীতার অভিযোগে তাঁদেরকে তদন্তাধীনে সোপর্দ করেছে- এবং এটাকে অসন্তোষ-ক্ষোভ ও বাক স্বাধীনতার কণ্ঠরোধে সরকারের তরফের সর্ব সাম্প্রতিক একটা অপ-প্রয়াস বলে মনে করা হচ্ছে।
The Malaysian Insider লিখছে- সরকার কঠোর ইসলামিক শরিয়া আইনের শাস্তিবিধানের একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, দৃশ্যত: এ কথা বলে প্রকাশিত সাম্প্রতিক এক রিপোর্টকে কেন্দ্র করেই তিন সম্পাদক, এক প্রকাশক এবং এক প্রধা্ন নির্বাহী কর্তাক, গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সোমবার ঐ নিউয পোর্টালের দফতরে চড়াও হয়ে কম্পিউটার ও অন্যান্য সরঞ্জামাদি জব্দ করে এবং managing editor Lionel Morais, features editor Zulkifli Sulong, ও Malay news editor Amin Iskandarকে গ্রেফতার করে।