মালয়েশিয়ার পুলিশ সোমবার গভীর রাতে কুয়ালালামপুর শহরে কয়েক দফাসন্ত্রাস বিরোধী অভিযান চালিয়ে বাংলাদেশীসহ চার শতাধিক বিদেশিকে আটক করেছে।
তবে জিজ্ঞাসাবাদ শেষে এদের মধ্যে ২৭৫ জনকে ছেড়ে দেয়া হয়েছে বলে ঢাকায় পাওয়া খবরে জানা গেছে। প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানিয়েছে গ্রেফতার হওয়া কারো বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি। পুলিশ অবশ্য জানিয়েছে গ্রেফতার হওয়া ৪০৯ জনের মধ্যে ১৩৩ জনকে আটক করা হয়েছে অভিবাসন আইনে।
আটকদের বেশিরভাগই বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের নাগরিক বলে জানা গেছে। তবে এদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন তা জানা যায়নি।
মালয়েশিয়ার পুলিশের তরফে জানান হয়েছে আসন্ন সাউথইস্ট এশিয়ান গেমস কেন্দ্র করে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।
ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন সংবাদদাতা জহুরুল আলম।