অ্যাকসেসিবিলিটি লিংক

মালয়েশিয়ায় বন্যা পরিস্থিতি ভয়াবহ


মালয়েশিয়ার উদ্ধারকারীরা কযেক দশকের মধ্যে সবচাইতে ভয়ংকর বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনদের কাছে পৌছাতে হিমশিম খাচ্ছেন I অন্তত ৮টি রাজ্যে অন্তত ১৬০,০০০ জনগণ বানভাসি হয়েছেন I জাতীয় এই দুর্যোগে সাড়া দিতে হাওয়াইতে অবকাশ যাপনরত প্রধানমন্ত্রী নাজিব রাজাক শনিবার দিনই দেশে ফিরে আসেন এবং দুর্গত এলাকা সফর করেন I আগামী কযেকদিনেও মালয়েশিয়ায় ভারী বর্ষণের পূর্বাভাস দেয়া হয়েছে I প্রধানমন্ত্রী রাজাক আসন্ন বন্যা পরিস্থিতির মাঝে হাওয়াইতে অবকাশ যাপন, প্রেসিডেন্ট ওবামার সঙ্গে গলফ খেলা ইত্যাদির জন্য দেশে বহুল সমালোচিত হয়েছেন I

XS
SM
MD
LG