অ্যাকসেসিবিলিটি লিংক

মালায়শিয়ার বনাকবলিতদের মাঝে খাদ্য ও চিকিতসা সেবা পৌঁছে দেয়া কঠিন হচ্ছে


মালায়শিয়ার হাজার হাজার বন্যাকবলিত মানুষের কাছে খাদ্য ও চিকিতসা সাহায্য পৌঁছে দিতে হিমশিম খাচ্ছে, উদ্ধারকর্মীরা। এই বন্যা গত তিন দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক বন্যা।

বন্যায় রোববার পর্যন্ত ১ লক্ষ ৬০ হাজার মানুষ বাস্তুহারা হয়েছে। মারা গেছে ৫জন। অন্তত ৮টি রাজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

মালায়শিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক ছুটি কাটাতে যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে গিয়েছিলেন। দেশটির বন্যা পরিস্থিতির অবনতির কারণে তিনি ছুটি সংক্ষিপ্ত করে দেশে ফিরে যান। শনিবার তিনি বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা, কেলান্টান পরিদর্শনে যান। সেখানে ৮ হাজার মানুষ বাস্তুহারা হয়েছে।

তিনি বন্যাকবলিত এলাকায় আরো ১৪ কোটি ৩০ লক্ষ ডলার অনুদান দেয়ার কথা ঘোষণা করেছেন।

XS
SM
MD
LG