অ্যাকসেসিবিলিটি লিংক

নিখোঁজ যাত্রীবাহী বিমানটির এখনও কোন খোজ নেই


মালায়শিয়ান নিখোঁজ যাত্রীবাহী বিমানটির রহশ্য আরও ঘনীভূত হচ্ছে। তদন্তকারীরা বলেছেন ভিয়েতনামের অদূরে যে তেল দেখা গেছে তার সঙ্গে বিমানের কোন সংযোগ নেই।

কুয়ালালামপুরে কর্মকর্তারা বলেন গবেষণাগারে পরীক্ষা করে দেখা গেছে থাইল্যান্ড উপসাগরে যে তেল দেখা গেছে তা জাহাজে ব্যবহার করা হয়।
মালায়শিয়ার কর্মকর্তারা বলেছেন ৩ দিন আগে নিখোঁজ যাত্রীবাহী বিমানটির এখনও কোন খোজ নেই। বিমানটি ২৩৯ জন আরোহী নিয়ে নিখোঁজ হয়।

মালায়শিয়ার অসামরিক বিমান প্রধান আজহারুদ্দীন আব্দুল রাহমান সোমবার বলেছেন অনুসন্ধানকারীরা এখন পর্যন্ত Boeing 777 এর একটি জিনিষও এখন পর্যন্ত পাওয়া যায়নি। শনিবার সকালে বেজিংগামী বিমানটি কুয়ালালামপুরে ত্যাগ করার এক ঘন্টা পর রেডার থেকে নিখোঁজ হয়ে যায়।

কর্মকর্তারা বলেন তারা এখনও জানেন না যে বিমানটির কি হয়েছে। তারা বিমান ছিনতাই কিংবা বিমান বিধ্যস্ত হওয়ার ঘটনা কোন বিকল্পই বাদ দেননি।

৮টি দেশের বিমান ও জাহাজ বহর ব্যাপক তল্লাশি চালাচ্ছে।
XS
SM
MD
LG