অ্যাকসেসিবিলিটি লিংক

মালয়েশিয়ার যাত্রিবাহি বিমান উধাওয়ের খবরাখবর


A Chinese relative of passengers aboard a missing Malaysia Airlines plane looks out as she waiting for the latest news inside a hotel room for relatives or friends of passengers aboard the missing airplane in Beijing, China, March 11, 2014.
A Chinese relative of passengers aboard a missing Malaysia Airlines plane looks out as she waiting for the latest news inside a hotel room for relatives or friends of passengers aboard the missing airplane in Beijing, China, March 11, 2014.
ইন্টারপোলের প্রধান কর্তাব্যক্তি বলছেন- এই যে মালয়েশিয়ার যাত্রিবাহি বিমানটি হঠাত্ করেই উধাও হয়ে গেলো মাঝ আকাশ থেকে,এর পেছনে,সন্ত্রাসী তত্পরতার কোনো সংশ্লিষ্টতা থাকতে পারে বলে মনে হয়না।
ইন্টারপোলের মহাসচীব জেনারেল রনাল্ড নোবল্ বলছেন-ঐ যে দু’ই ইরানী পুরুষ চুরি করা পাসপোর্ট নিয়ে ঐ বিমানে চড়ে যাচ্ছিলেন,এথেকেই,ঐ বিমানের উধাও হয়ে যাওয়ার সঙ্গে সন্ত্রাসী তত্পরতার সংশ্লিষ্টতার সম্ভাবনা অনেকখানি হাল্কা হয়ে যায়।ঐ দু’জনকে ১৯ বছর বয়সী পৌরি নূরমোহাম্মদী এবং ২৯ বছর বয়সী দেলাভার সৈয়দমোহাম্মদরেযা বলে সনাক্ত করা হয়েছে।
মালয়েশিয়ার পুলিশের ইনস্পেক্টর জেনারেল খালীদ তান শ্রী বলেছেন-ঐ ১৯ বছর বয়সী যুবক সম্ভবত: জার্মানীতে অভিবাসি হয়ে যাবার চেষ্টা করছিলো। আমরা এসব চেক করেছি-অন্যান্য পুলিশ সংস্থার সঙ্গে মিলেও ওর সম্পর্কে খোঁজবর নেওয়া হয়েছে- বললেন তিনি।এ্যাক্ট-
অপর ব্যক্তি সম্পর্কে খোঁজখবর নেওয়া চলছে এখনো।তবে ওরা একসঙ্গে মিলে সন্ত্রাসী কোনো ষড়যন্ত্র পাকাচ্ছিলো, সে সম্ভাবনা এখন পানসে হয়ে গিয়েছে।শনিবার কোনো রকমের বিপদ সংকেতের বার্তা পাঠানো ছাড়াই বিমানটি রেডার পর্দা থেকে উধাও হয়ে যায়- কুয়ালা লামপুর থেকে বেজিংয়ের উদ্দেশে রওনার ঘন্টা খানেক পরেই ।
XS
SM
MD
LG