অ্যাকসেসিবিলিটি লিংক

নিখোঁজ বিমানের তল্লাসী বন্ধের প্রতিবাদে যাত্রীদের স্বজনদের বিক্ষোভ


খারাপ আবহাওয়ার কথা বলে তল্লাসী বন্ধের প্রতিবাদে নিখোঁজ মালয়েশিয়ান এয়ারলাইন্সের যাত্রীদের বিক্ষুব্ধ স্বজনেরা মঙ্গলবার বেইজিং এর মালয়েশিয়া দূতাবাসের সামনে বিক্ষোভ করেছে।

চীনা পরিবারগুলোর প্রায় একশ সদস্য ‘বিমানটি সম্পর্কে সত্য প্রকাশ করুণ’ লেখা সাইনবোর্ড বহন করে তারা নানা স্লোগান দেন। ‘বিমানটি সাউদার্ন ইন্ডিয়ান ওশানের প্রত্যন্ত কোনো এলাকায় ধ্বংস হয়েছে’ এ বিষয়ে মালয়েশিয়া কতৃপক্ষের এমন উপসংহারের পর যাত্রীদের পরিবারের সদস্যরা আরো বিক্ষুব্ধ হন।

তারা মালয়েশিয়ান সরকারের কর্মকর্তাদেরকে মিথ্যুক ও খুনী আখ্যা দেন, দূতাবাসের সামনের বিক্ষোভ সমাবেশে, তাদের বক্তব্যে। পুলিশ তাদেরকে বাধা দিলে কিছুটা বিশৃংখল অবস্থার সৃষ্টিও হয়।

ওই বিমানে থাকা ২৩৯ জন যাত্রী ছিলেন চীনা নাগরিক এবং তাদের পরিবারের সদস্যরা বিমানটি ধ্বংসহওয়ার কোনো প্রমান না পাওয়া পর্যন্ত মালয়েশিয়ান সরকারের উপসংহার বিশ্বাস করতে চান না।
XS
SM
MD
LG